Read Time:2 Minute, 7 Second

হত্যা, হত্যাচেষ্টার পর এবার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাকে গ্রেপ্তার দেখান। তবে এ সময় নিজের বেশি সম্পদের হিসাব শুনে বিব্রত হয়ে দীপু মনি বলেন, ‘যত সম্পদ দেখানো হচ্ছে, তা তো সব আমার না।’

শুনানির একপর্যায়ে দীপু মনি বিচারককে উদ্দেশ করে বলেন, আমি নিয়মিত করদাতা। রিটার্নে সম্পত্তির সব বিবরণ রয়েছে। তবে আমার যে ২৮টি ব্যাংক হিসাব দেখানো হচ্ছে, সেগুলো তো জানি না। আমার জানা মতে, ছয়টি অ্যাকাউন্ট আছে। সব মিলিয়ে ৬-৭ কোটি টাকার সম্পদ হতে পারে। এত সম্পদ থাকা অসম্ভব। জানতে চাই, কোন তথ্যের ভিত্তিতে এত সম্পদ দেখানো হয়েছে।

তিনি অভিযোগ করেন, আমি কোনো তথ্য-উপাত্ত পাচ্ছি না। তথ্য ছাড়া তো মামলা মোকাবিলায় আমার কোনো শক্তি নেই। গত ১১ মাস জেলে রয়েছি। মাত্র দু’দিন আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। তাছাড়া জেলে কোনো আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পাইনি। পরে শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখান।

এর আগে ১১ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত ৭ কোটি ৮৮ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দীপু মনি ও তার স্বামী ড. তৌফিক নেওয়াজের বিরুদ্ধে মামলা করে দুদক।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা চালানো হয়েছে: সংবাদ সম্মেলনে নাহিদ
Next post গোপালগঞ্জে সংঘর্ষ, হাসপাতালে ৪ জনের লাশ
Close