গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যতই বাধা, হামলা, হত্যাচেষ্টা হোক, দেশ গড়তে জুলাই পদযাত্রা থামবে না।
বৃহস্পতিবার ফরিদপুরে পূর্বনির্ধারিত সময়েই পথসভা অনুষ্ঠিত হবে। এরপর রাজবাড়ী, মানিকগঞ্জসহ পরবর্তী জেলাগুলোতে নির্ধারিত সময়েই পদযাত্রা যাবে।’
এ সময় গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘দেশবাসী ও বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে, আওয়ামী লীগ মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট জঙ্গি বাহিনীতে রূপান্তরিত হয়েছে। তারা আর গণতান্ত্রিক রাজনৈতিক দলের মধ্যে নেই। গণঅভ্যুত্থানের এতদিনে আবারও সেটি জনগণের সামনে স্পষ্ট হয়েছে।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘৫ আগস্টের পর থেকে আমরা শুনেছি, গোপালগঞ্জের ভেতরে ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্রে হয়েছে। সারাদেশে যাদের নামে মামলা হয়েছে, ফেরারি আসামি, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতারা রয়েছে, তারা সবাই গোপালগঞ্জে ছিলেন। তারা পরিকল্পিতভাবে গণঅভ্যুত্থানের এবং এনসিপির নেতাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।’
নাহিদ বলেন, ‘যে কোনো জেলায় যাওয়ার আগে প্রশাসনের সঙ্গে কথা বলে সিকিউরিটি ক্লিয়ারেন্স (নিরাপত্তা ছাড়পত্র) নিয়েই যাই। গোপালগঞ্জেও একইভাবে যাওয়া হয়েছে। গোপালগঞ্জের আইনশৃংখলা বাহিনী ও প্রশাসন আমাদের যে নির্দেশনা দিয়েছে, যে রুটে যেতে বলেছে, আমরা সেভাবেই গিয়েছি এবং আসার সময় যেভাবেই এসেছি। তারা আগে থেকে কঠোর ও সতর্ক হলে পরিস্থিতি সামাল দিতে পারত।’
তিনি আরও বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি চ্যালেঞ্জ নিয়েছিল ৩০ দিনে ৬৪ জেলায় যাবে। গোপালগঞ্জে আজ পথসভা হয়েছে, আগামীকাল (বৃহস্পতিবার) নির্ধারিত সময়ে ফরিদপুরে পথসভা হবে। এরপর ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ হয়ে চলতে থাকবে। যতোই বাঁধা-বিপত্তি, হামলা, হত্যা চেষ্টা হোক না কেন দেশ গড়তে জুলাই পথসভা থাকবে না। আজ মাদারীপুর ও শরিয়তপুরের পথসভা স্থগিত হয়েছে, সেটা পরে হবে।’
এক প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, ‘সভা-সমাবেশ করার অধিকার আমাদের আছে। গোপালগঞ্জে কেন যাবো না? সেটা নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকারের। প্রশাসনের ভেতর থেকে কোনো স্যাবোটাজ হয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখতে হবে। তাদের তৎপরতা নিয়েও সন্দেহ রয়েছে।’
‘মার্চ টু গোপালগঞ্জ’ প্রসঙ্গে তিনি বলেন, ‘সারাদেশেই পদযাত্রা ও মার্চ করছি, গোপালগঞ্জেও আলাদা কিছু ছিল না। গোপালগঞ্জে কর্মসূচি ১৫/২০ দিন আগে ঠিক করা। বরং আওয়ামী লীগ অনেকদিন ধরে পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। সরকার, আইনশৃংখলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে অনেক আগেই তৎপর হওয়া উচিত ছিল।’
আজকের এই হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় বিভিন্ন ছাত্রসংগঠন ও রাজনৈতিক দল প্রতিবাদ জানিয়েছে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাদের ধন্যবাদও কৃতজ্ঞতা জানান নাহিদ।
সংবাদ সম্মেলনে আকতার হোসেন, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি, সামান্থা শারমীন, তাসনিম জারাসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
More Stories
সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নিরাপদে থাকে: সালাহউদ্দিন
ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখা হচ্ছে না বরে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।...
‘চারদিকে ছড়িয়ে থাকা লাখ লাখ হাদির মতো আমিও ভয় পাই না’
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা ও পরবর্তী বাংলাদেশ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...
দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত হচ্ছে বাড়ি-কার্যালয়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এ উপলক্ষে তার বাসভবন ও কার্যালয়ের সংস্কার কাজ প্রায় সম্পন্ন...
হাদির পরিবারকে সান্ত্বনা প্রধান উপদেষ্টার, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর...
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার খুদে বার্তায় এ কথা জানায়। আইএসপিআর...
‘হাদির অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট...
