জাতীয় পার্টির (জাপা) নবনির্বাচিত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘বর্তমান সরকার পুলিশ প্রশাসনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। এ বিষয়ে সরকার তীব্র ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমি মনে করি, সরকার ভুল পথে চলছে, সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না।’
রবিবার সন্ধ্যা ৬টার দিকে রংপুর নগরীর সেনপাড়াস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে (স্কাইভিউ) সাংবাদিকের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘গত পরশুদিন মিডফোর্ট হসপিটালের সামনে সোহাগ নামে একজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেখানে ১০০ গজের মধ্যে আনসার ক্যাম্প ছিলো। আনসারদের হাতে অস্ত্র ও ছিলো। কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। ফলে বর্তমান সরকার পুলিশ প্রশাসনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। সরকারের সঙ্গে প্রশাসনের সমন্বয় দেখা যাচ্ছে না, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় দেখা যাচ্ছে না।’
মবতন্ত্রের বিষয়ে জাপা’র নবনির্বাচিত মহাসচিব বলেন, ‘সরকার মবতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারছে না। মব ভার্সেস রাষ্ট্র, মব ভার্সেস সরকার। সেখানে আমরা বারবার আমরা দেখছি মব জয়লাভ করছে। রাষ্ট্র হিসেবে দেশের ঐতিহ্য ছিল। কিন্তু মবের ঘটনায় ও মবের ভয়ের কারণে আমরা দেখছি সেই ঐতিহ্য ও সম্প্রতি নষ্ট হয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে জাতীয় পার্টি জনগণের পক্ষে অবস্থান নিয়ে আমাদের চেয়ারম্যান বিগত ১০মাস জোরালোভাবে জনগণের পক্ষে কথা বলেছেন।’
সংস্কার প্রক্রিয়ায় জাতীয় পার্টির অবস্থান নিয়ে তিনি বলেন, ‘জুলাইয়ে আমাদের জাতীয় পার্টির রংপুরে ৪ জন এরেস্ট হয়েছিল। আমাদের শ্রমিক পার্টির ২ জন নিহত হয়েছিল। সেই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করার পরেও আমরা দেখলাম সংস্কার প্রক্রিয়ায় জাতীয় পার্টিকে ডাকা হয়নি।’
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমরা দেখলাম জাতীয় পার্টিকে গালি দেওয়া হলো, জাপা চেয়ারম্যানের বাড়িতে আগুন দেওয়া হলো। আমরা এর তীব্র প্রতিবাদ করেছি। আমরা মনে করি সরকার ভুল পথে চলছে, সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। লেবেল প্লেয়িং ফিল্ড করতে পারছে নাহ। আজকে আমরা মিটিং করতে গেলে বাঁধাগ্রস্ত হচ্ছি, মিছিল করতে গেলে বাঁধাগ্রস্ত হচ্ছি। যদি আমরা মিছিল মিটিং করতে না পারি নিবন্ধিত দলরা তাহলে সরকার লেভেল প্লেয়িং ফিল্ড কিভাবে নিশ্চিত করবে ? এই সরকার লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য সচেষ্ট নাহ। প্রশাসনসহ সকল রাজনৈতিক দল গুলোর মধ্যে যে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করতে হয় সরকার সেই ভূমিকা রাখতে পারেনি।’
তিনি বলেন, ‘আমি মনে করি সরকারের নির্বাচনমুখী কোন পদক্ষেপ না থাকার কারণে রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে হতাশ হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ একটা স্যাটেলাইট কান্ট্রিতে পরিণত হচ্ছে, ব্যানানা কান্ট্রিতে পরিণত হচ্ছে, যেখানে কোন ল এন্ড অর্ডার নেই। বাংলাদেশ একটা মব রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রতিহিংসা পরায়ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। যার যতো রাজনৈতিক রাগ-ক্ষোভ আছে সবাই সেটা ব্যক্তিগতভাবে দেখাচ্ছে। এটি থেকে উত্তরণের জন্য একটি গ্রেট পলিটিক্যাল সলিউশন দরকার। আমার বিশ্বাস জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সেই গ্রেট পলিটিকাল সলিউশন নিয়ে কাজ করছেন। একসময় সেই গ্রেট পলিটিক্যাল সলিউশন আসবে এবং সেই গ্রেট পলিটিকাল সলিউশনের মাধ্যমেই বাংলাদেশ রক্ষা পাবে। পাশাপাশি জাতীয় পার্টি নবজন্মে আবির্ভূত হচ্ছে দেশের মানুষের সেবা করার জন্য।’
আগামী জাতীয় নির্বাচনে আসন নিয়ে তিনি বলেন, উত্তরবঙ্গে এক সময় আমাদের ২১টি আসন ছিলো। সেই আসনগুলো পুনরুদ্ধার করবো। যদি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড থাকে তাহলে সারাদেশে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা সংসদে যেতে চাই।’
এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, জেলা কমিটির আহ্বায়ক আজমল হোসেন লেবু, সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম প্রমুখ।
More Stories
খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সকল অনুরোধ পূরণ করছে সরকার: প্রেস সচিব
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তার পরিবারের সকল অনুরোধ অন্তর্বর্তী সরকার পূরণ করছে বলে জানিয়েছেন...
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন শুরু রোববার
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হচ্ছে রোবিবার (৭ ডিসেম্বর)।...
ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে
ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান করা নিয়ে মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী...
কেউ যেন আমাদের ওপর কোনো দাদাগিরি করতে না আসে: ডা. শফিকুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ভয় করি শুধু আল্লাহ তায়ালাকে। বাকি যাদের কথা বলেন, তাদেরকে আমরা...
পারস্পরিক বোঝাপড়ায় বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে: প্রণয় ভার্মা
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়...
ছাত্রশক্তির নেত্রী জেদনীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী...
