Read Time:1 Minute, 54 Second

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, সোহাগ হত্যার দুদিন পর ভিডিও সামনে এনে একটি মহল বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।

শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এ ঘটনায় যারা হত্যায় সরাসরি জড়িত ভিডিওতে যাদের দেখা গেছে তাদের নাম মামলায় উল্লেখ করা হয়নি। প্রকৃত জড়িতদের বাদ দিয়ে অন্য তিনজনের নাম মামলায় দেওয়া হয়েছে কেন জানি না। ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা যুবদল বা দলের অন্য অঙ্গসংগঠনের সদস্য কি না তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। যাদের নাম হত্যা মামলায় এসেছে শুধু তাদের বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, ‘বিএনপি দায় এড়ানোর রাজনীতি করে না। সারা দেশে যাদের নিয়েই অভিযোগ এসেছে, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এক পক্ষ দেশকে অস্থিতিশীল করতে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করে যাচ্ছে।’

সোহাগ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের আহ্বান জানান মোনায়েম মুন্না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ক‍্যালিফোর্নিয়ার হেমেটে ‘কেপিসি’ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট শ্রী ‘সুনন্দা চৌধুরী’র শ্রাদ্ধ অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশন
Next post অপরাধীকে কেন ধরা হচ্ছে না, প্রশ্ন তারেক রহমানের
Close