Read Time:5 Minute, 38 Second

শামসুল আরিফীন বাবলু, প্রবাস ডেস্ক, লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র:
সিলেট গোলাপগঞ্জের এক জমিদার পরিবারের সুযোগ‍্য সন্তান শ্রী ডা.কালী প্রদীপ চৌধুরীর প্রয়াত স্ত্রী, কেপিসি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট শ্রী ‘সুনন্দা চৌধুরী’র শ্রাদ্ধ অনুষ্ঠানে গতকাল রবিবার (৬ই জুলাই) ক‍্যালিফোর্নিয়ায় তাঁর হেমেট’র প্রাসাদসম বাড়ি (দিদি হাউসে)’এ দেশি বিদেশি প্রায় হাজারো আমন্ত্রিত আত্মীয় ও শুভাকাঙ্কীদের ভিড় জমে শ্রদ্ধা জানানোর জন্য। দিদি হাউসের প্রধান ফটকে ঢুকেই ডানপাশে হেলান করে রাখা প্রয়াত ‘সুনন্দা চৌধুরী’র বিশাল ছবিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন জালালাবাদ বাসীর পক্ষ থেকে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক‍্যালিফোর্নিয়া’র নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব‍্যক্তিবর্গও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

সকাল এগারোটায় দিদি হাউসে’র বিশাল ব‍্যাক ইয়ার্ড অতিথিবৃন্দে পূর্ণ হয়ে গেলে ফুয়ারা কুঞ্জে ডা:কালী প্রদীপ চৌধুরী তাঁর পরিবারের সকলকে সঙ্গে নিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান শুরু করেন। আনুষ্ঠানিকতা শেষে জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ তাঁর সাথে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন ও কুশল বিনিময় করেন। পরে জনাব চৌধুরী সবাইকে বাড়ীর অভ্যন্তরে সঙ্গে নিয়ে আসেন এবং তাঁর প্রিয়তমা স্ত্রীর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন “তিনি ছিলেন একজন শতভাগ জালালাবাদী এবং তোমাদের সাথে সিলেটি ভাষায় কথা বলতে ভালবাসতেন। তার পূর্বপুরুষ ছিলেন বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার অধিবাসী। আজ তোমারা এখানে সবাই এসেছো নাড়ীর টানে।” স্মৃতিচারণের একপর্যায়ে তিনি উপস্থিত কেবিনেট ও উপদেষ্টা মন্ডলীর সদস্যদের সামনে লস এঞ্জেলেস শহরের প্রাণকেন্দ্রে ‘কেপিসি জালালাবাদ’ নামে একটি বিশাল আকারের কমিউনিটি সেন্টার/ভবন নির্মাণ করার ইচ্ছা প্রকাশ করেন। জালালাবাদ বাসীর জন্য যদিও এটি একটি বিশাল সুসংবাদ, তবুও দিনটা একটা শোকের দিন, তাই সভাপতি জনাব আব্দুল মুনিম ও সাধারণ সম্পাদক লায়েক আহমেদ জনাব চৌধুরীর সাথে কোনো এক সুবিধাজনক সময়ে বৈঠকে মিলিত হবেন বলে আশাবাদ ব‍্যক্ত করেন।

মিসেস চৌধুরীর স্মরণে ঘরের অভ্যন্তরে বড় পর্দায় এবং বাহিরে পুলের অপর প্রান্তে টিভি পর্দায় মৃদু ধর্মীয় সংগীতের মাধ্যমে তার বর্ণাঢ্য জীবনের বিশেষ মুহূর্তগুলো প্রদর্শিত হয়। তার বিভিন্ন জনহিতকর ও জীবনের অনেক সাফল্যের মুহূর্তগুলো দেখে সবার মন ছুঁয়ে যায়। এ থেকে বুঝা যায় তিনি ছিলেন একজন বিনয়ী, প্রজ্ঞাবান ও দৃঢ়চেতা মানুষ, যিনি জনাব কালী প্রদীপ চৌধুরীর জীবনের প্রতিটি ধাপে এক অনন্য সহযাত্রী ছিলেন।

শ্রাদ্ধ অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত অতিথিদের জন্যে বিভিন্ন পদের নিরামিষ ভোজের এক ব‍্যাতিক্রমী আয়োজনও ছিল।

উল্লেখ্য শ্রী সুনন্দা চৌধুরীর স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণের সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি জনাব আবুল মুনিম, সিনিয়র সহসভাপতি নাসির সৈয়দ জেবুল, সহসভাপতি মুশফিকুর চৌধুরী সুহিন,সাধারণ সম্পাদক লায়েক আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক শামসুল আরেফিন বাবলু, কার্যকরী পরিষদের সদস্য ও সাবেক সভাপতি জনাব মাতাব আহমেদ, সাবেক সভাপতি জনাব আবুল রায়হান, জনাব ফেরদৌস খান, সাবেক সাধারণ সম্পাদক বদরুল আলম মাসুদ, নির্বাচন কমিশনার ও সাবেক সাধারণ সম্পাদক জনাব নজরুল আলম এবং উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য জনাব আব্দুল মালেক, হাবিব আহমেদ টিয়া, জসীম আশরাফী, গোলাম কিবরিয়া সহ আরও অনেকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ভোটের মার্কা শাপলা নয়, ইসির চূড়ান্ত সিদ্ধান্ত
Next post ২ দিন পর ভিডিও সামনে এনে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা: যুবদল সভাপতি
Close