Read Time:2 Minute, 50 Second

ভারতের গোলামী থেকে আমরা মুক্তি পেয়েছি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পদযাত্রার পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আবরার ফাহাদের যে কট্টর লড়াই সেটি করেছি। আবার যদি কোনো রাজনৈতিক দল সেই আধিপত্যবাদের গোলম হতে চায় আমরা তার বিরুদ্ধে লড়বো, বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। আমরা গোলামী নয় আজাদী চাই। ভারতের গোলামী থেকে আমরা মুক্তি পেয়েছি।

‘বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, কিন্তু বহু নীতিনির্ধারণে আমরা আজও পরোক্ষভাবে ভারতীয় আধিপত্যে নির্ভরশীল। যারা সেই আধিপত্যবাদের পক্ষ নেয়, তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি কোনো রাজনৈতিক দল বা পক্ষ ভবিষ্যতে সেই আধিপত্যবাদের গোলাম হয়, তাহলে এনসিপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

নাহিদ আরও বলেন, ‘যখন কেউ সাহস করে ফ্যাসিবাদ শেখ হাসিনা এবং ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে পারেনি তখন বাংলাদেশ জনগণের সার্থে শহীদ আবরার ফাহাদ ফেসবুকে স্টাটাস দিয়েছিলেন। আমরা শহীদ আবরার ফাহাদ, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ইয়ামিনের আর্দশ ধারণ করি।’

এসময় এনসিপির মুখ্য সম্বনয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

এর আগে বেলা ১টায় কুমারখালী উপজেলার রায়ডাঙা গ্রামে বুয়েটে নিহত শহিদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপির নেতারা। কুষ্টিয়ার পথযাত্রা শেষ মেহেরপুরের পথে যাত্রা করেন এনসিপি নেতারা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সাবেক ১২ সচিব ও বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল
Next post রোজার আগেই হতে পারে নির্বাচন: প্রেস সচিব
Close