Read Time:1 Minute, 56 Second

যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে ধরে পুলিশে সোপর্দ করেছেন ছাত্র-জনতা।

বুধবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে পৌর শহরের ভবানীপুর এলাকায় একটি বাড়িতে তাকে ঘেরাও করা হয়। পরে ভয়ে পালাতে গিয়ে একটি ডোবাতে ঝাঁপ দেন তিনি। এরপর ছাত্র-জনতা তাকে ধরে পুলিশে সোপর্দ করে। একটি বিস্ফোরক মামলায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গতবছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রফিকুল ইসলাম তার ভবানীপুর মোড়লপাড়ার বাড়িতে আত্মগোপনে ছিলেন। বুধবার দুপুরের দিকে তার বাড়িটি স্থানীয় ছাত্র-জনতা ঘিরে ফেলেন। বিষয়টি বুঝতে পেরে রফিকুল ইসলাম ওই এলাকার আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। পরে ছাত্র-জনতার ভয়ে পালাতে একটি ডোবায় ঝাঁপ দেন রফিকুল। পরে রফিকুলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, সাবেক মেয়রের বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে। আওয়ামী লীগের আমলে কেশবপুরে ত্রাস সৃষ্টি করতেন জামাল বাহিনী। সেই জামাল বাহিনীর পরিচালনা করতেন সাবেক মেয়র রফিকুল। একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
Next post পিআর কী, যে কারণে এই পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন
Close