Read Time:4 Minute, 15 Second

শামসুল আরেফিন বাবলু, লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র:

মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবের ৭৬’তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ক‍্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ। এ উপলক্ষে গত সোমবার (২৩শে জুন) সন্ধ্যায় লস এঞ্জেলেসের একটি রেস্টুরেন্টে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দলের সভাপতি জনাব শফিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব দিদার আহমেদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র পশ্চিম উপকূলীয় আওয়ামী লীগের সভাপতি জনাব ডা.রবি আলম এবং বিশেষ অতিথি একই কমিটির সাধারণ সম্পাদক টেক্সাস থেকে আগত জনাব শফিকুল আলম রিফাত বরকত। অনুষ্ঠান শুরুর আগেই দুইজন সম্মানিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রব মিঞা দোয়া পরিচালনা করেন।

এবারের প্রতিষ্ঠাতাবার্ষিকী দলের জন্য বিশেষ গুরুত্ব বহন করে বলে মনে করেন দলের শীর্ষ নেতৃবৃন্দ, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরাসরি ভিডিও কলে যুক্ত হয়ে সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং প্রত‍্যক নেতাকর্মীদের সাথে আলাদাভাবে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন। পরে তিনি সকলের উদ্দেশ্যে এবং দেশের বিপর্যস্ত বর্তমান পরিস্থিতি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোকপাত করে নেতাকর্মীদের হতাশ না হয়ে একত্রিত হয়ে কাজ করার নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে আওয়ামী পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথির নাতীদীর্ঘ বক্তব্য ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ক‍্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা জনাব ফিরোজ আলম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ক‍্যালিফোর্নিয়া’র সভাপতি জনাব নজরুল আলম, বীর মুক্তিযোদ্ধা জনাব রানা আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি এলিজা হোসাইন, বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা দক্ষিণের সহ-সভাপতি সাজেদা বেগমসহ আরো অনেক ছাত্র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, যা ছিল দলের জন্য অনুপ্রেরণামুলক। বাংলার ১৮ কোটি মানুষের বিশ্বস্ত ঠিকানা, আশা আকাঙ্ক্ষার প্রতীক, জননেত্রী শেখ হাসিনার ভিডিও কলে কথা শুরু হয়ে যাওয়ার কারণে অনেক নেতৃবৃন্দ যেমন- ক‍্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব কাজল আহমেদ, বাণিজ্য সম্পাদক পনির চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নোমান আহমেদ চৌধুরীসহ আরো অনেক নেতাকর্মী এবং মহিলা নেতৃবৃন্দ বক্তব্য রাখতে পারেননি।

পরিশেষে সাঢ়ম্বরে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা প্রত্যাখ্যান হাসনাত-সারজিসের
Next post দ্য ইকোনমিস্টের প্রতিবেদন: বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিরোধীদলকে নিষিদ্ধ করা কোনো সমাধান নয়
Close