মালয়েশিয়ায় অভিবাসী কর্মীদের সুরক্ষা নিশ্চিতে এমপ্লয়ীজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) বাধ্যতামূলক করেছে সরকার। আগামী অক্টোবর মাস থেকে এ প্রক্রিয়া কার্যকর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
বুধবার (২৫ জুন) ইপিএফ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, নতুন আইনের অধীনে মালয়েশিয়ায় নিযুক্ত সকল বিদেশীর জন্য প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক হবে, গৃহকর্মী ব্যতীত, যাদের বৈধ পাসপোর্ট এবং ইমিগ্রেশন বিভাগ কর্তৃক ওয়ার্ক পারমিট রয়েছে।
বিবৃতিতে বলা হয়, কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়ের কাছ থেকে মাসিক বেতনের দুই শতাংশ নির্ধারণ করা হয়েছে।
ইপিএফ জানিয়েছে নতুন আইন বাস্তবায়নের আগে ব্যাপক প্রস্তুতি নিশ্চিত করার জন্য তারা নিয়োগকর্তা এবং মূল স্টেকহোল্ডারদের সাথে সম্পৃক্ততা এবং পরামর্শ প্রচেষ্টা জোরদার করছে।
২০২৫ সালের বাজেট ঘোষণার পর থেকে ৩০টিরও বেশি কৌশলগত সম্পৃক্ততা অধিবেশন পরিচালিত হয়েছে, যার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জেআইএম, মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স ফেডারেশন, বেসরকারি সংস্থা এবং নিয়োগকর্তা ও বিদেশী কর্মীদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।
বর্তমানে, নন-মালয়েশিয়ান কর্মীদের ইপিএফ স্কিমে অংশগ্রহণ স্বেচ্ছাসেবী।
এই গোষ্ঠীর জন্য ইপিএফ অবদান বাধ্যতামূলক করার পদক্ষেপ জাতীয়তা নির্বিশেষে সকল শ্রমিকের সামাজিক সুরক্ষার অ্যাক্সেস নিশ্চিত করার জন্য জাতীয় এজেন্ডাকে সমর্থন করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ, যার ফলে শ্রম বাজারে ন্যায্যতা বৃদ্ধি পাবে।
সম্মতি নিশ্চিত করার জন্য, ইপিএফ সমস্ত নিয়োগকর্তাদের তাদের কোম্পানিগুলিকে অফিসিয়াল ওয়েবসাইট www.kwsp.gov.my এর মাধ্যমে অথবা যেকোনো ইপিএফ অফিসে নিবন্ধন এবং ০৩-৮৯২২ ৬০০০ নম্বরে পরিষেবা পরামর্শ কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।
এর আগে গত বছর দেশটির সংসদ ‘দেওয়ান রাকয়াতে’ ২০২৫ সালের বাজেট পেশ করার সময়, অভিবাসী কর্মীদের সুরক্ষা নিশ্চিতে এমপ্লয়ীজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) বাধ্যতামূলক করার পরিকল্পনা কথা ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আর এ প্রস্তাব ধাপে ধাপে বাস্তবায়ন করার কথাও জানিয়েছিলেন তিনি।
এরপর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বরাতে সরকারি সংবাদ সংস্থা বারনামা জানিয়েছিল, আন্তর্জাতিক মান অনুসারে জাতীয়তার ভিত্তিতে বৈষম্য ছাড়াই সকল কর্মীকে ন্যায্য অধিকার প্রদানে মালয়েশিয়া সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
