Read Time:2 Minute, 37 Second

বাংলাদেশের নাগরিক হিসেবে দুর্নীতির তথ্য-প্রমাণের ভিত্তিতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। দেশের আদালতে হাজির হয়েই তাকে মামলা লড়তে হবে। অন্যথায় তার অনুপস্থিতিতেই বিচারকাজ চলবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন।

মঙ্গলবার (২৪ জুন) সংস্থাটির কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, টিউলিপ সিদ্দিকীর আইনজীবীর পাঠানো চিঠিতে আগামী ৩০ জুনের মধ্যে তদন্ত বন্ধের দাবি জানানো হয়েছে। বিষয়টি হাস্যকর। এই চিঠির মাধ্যমে ব্রিটেনের রাজনীতিকে খাটো করা হয়েছে। একজন এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা হলে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে এমন দাবিও হাস্যকর।

তিনি আরও বলেন, টিউলিপ সিদ্দিকী নিশ্চয়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের চলমান আইন অনুযায়ী তিনি মামলা মোকাবেলা করবেন বলে আমরা প্রত্যাশা করি।

পলাতক আসামিদের ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন, টিউলিপ সিদ্দিকসহ দুর্নীতির মামলায় বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনতে ইন্টারপোলসহ সব সংস্থার সহযোগিতা চাইবে দুদক।

প্রসঙ্গত, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগে একের পর এক তলবসহ নানা আইনি পদক্ষেপ নিচ্ছে দুদক। কিন্তু সেসব অভিযোগ তোয়াক্কা না করে টিউলিপ সিদ্দিক আইনজীবীর মাধ্যমে পাল্টা চিঠি পাঠিয়েছে।

সেই চিঠিতে বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলে ব্রিটেনের রাজনীতিতে টিউলিপ সিদ্দিককে বিতর্কিত করার চেষ্টা চলছে। এছাড়া, চিঠিতে আগামী ৩০ জুনের মধ্যে টিউলিপের বিরুদ্ধে তদন্ত বন্ধের দাবিও জানানো হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post অপরাধী যত বড়ই হোক, জনতার বিচার সমর্থনযোগ্য নয়: রিজভী
Next post কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা: প্রবাসী বাংলাদেশিদের ছবি ও ভিডিও প্রচারে কঠোর নিষেধাজ্ঞা
Close