Read Time:2 Minute, 39 Second

কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলার পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। পাশাপাশি এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাস বলেছে, কাতারের আইন অনুযায়ী এ ধরনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। মঙ্গলবার (২৪ জুন) কাতারে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ জুন কাতারের কিছু এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও বাংলাদেশিদের অহেতুক বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে কাতারে অবস্থানরত সকল নাগরিককে শান্তিপূর্ণ সহাবস্থান ও সচেতনতার সঙ্গে চলাফেরার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে বলা হয়েছে, কাতারে কোনো ঘটনা বা সংঘর্ষস্থলের ছবি, ভিডিও কিংবা তথ্য সামাজিক মাধ্যমে ছড়ানো কাতারের প্রচলিত আইন অনুযায়ী গুরুতর অপরাধ। কাতার সরকারের অনুমতি ছাড়া এসব চিত্র ধারণ কিংবা প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি অতীতের কোনো ভিডিও বা ছবি নতুন করে প্রকাশ করাও শাস্তিযোগ্য অপরাধের আওতাভুক্ত।

দূতাবাস জানায়, এসব বিষয় কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারির আওতায় রয়েছে। তাই কেউ যদি এমন কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

প্রয়োজনে সহায়তা পেতে দূতাবাসের জরুরি হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। হটলাইন নম্বর: +৯৭৪ ৩৩৬৬ ৩০০০ এবং ইমেইল: Mission.Doha@mofa.gov.bd / BdootQat@gmail.com

এছাড়া বাংলাদেশ দূতাবাস কাতারে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post টিউলিপ বাংলাদেশের নাগরিক, দেশে এসেই তাকে মামলা লড়তে হবে: দুদক চেয়ারম্যান
Next post ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ও ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা
Close