কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলার পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। পাশাপাশি এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।
দূতাবাস বলেছে, কাতারের আইন অনুযায়ী এ ধরনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। মঙ্গলবার (২৪ জুন) কাতারে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ জুন কাতারের কিছু এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও বাংলাদেশিদের অহেতুক বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে কাতারে অবস্থানরত সকল নাগরিককে শান্তিপূর্ণ সহাবস্থান ও সচেতনতার সঙ্গে চলাফেরার আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে বলা হয়েছে, কাতারে কোনো ঘটনা বা সংঘর্ষস্থলের ছবি, ভিডিও কিংবা তথ্য সামাজিক মাধ্যমে ছড়ানো কাতারের প্রচলিত আইন অনুযায়ী গুরুতর অপরাধ। কাতার সরকারের অনুমতি ছাড়া এসব চিত্র ধারণ কিংবা প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি অতীতের কোনো ভিডিও বা ছবি নতুন করে প্রকাশ করাও শাস্তিযোগ্য অপরাধের আওতাভুক্ত।
দূতাবাস জানায়, এসব বিষয় কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারির আওতায় রয়েছে। তাই কেউ যদি এমন কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
প্রয়োজনে সহায়তা পেতে দূতাবাসের জরুরি হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। হটলাইন নম্বর: +৯৭৪ ৩৩৬৬ ৩০০০ এবং ইমেইল: Mission.Doha@mofa.gov.bd / BdootQat@gmail.com
এছাড়া বাংলাদেশ দূতাবাস কাতারে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়েছে।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
