ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে থাকা প্রায় সব আরোহী নিহত হয়েছেন। তবে ভয়াবহ এই দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন ৪০ বছর বয়সী ব্রিটিশ নাগরিক বিশ্বাষ কুমার রমেশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, বেঁচে যাওয়া এই ব্রিটিশ নাগরিক বিমান দুর্ঘটনার সময়ের শেষ মুহূর্তগুলো নিয়ে কথা বলেছেন।
রমেশ হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘উড্ডয়নের ত্রিশ সেকেন্ড পর একটি বিকট শব্দ হয়। তারপর বিমানটি বিধ্বস্ত হয়। সবকিছু এত দ্রুত ঘটে গেল।’
প্রতিবেদন অনুসারে, রমেশ ২০ বছর ধরে লন্ডনে বসবাস করছেন। পরিবারের সাথে দেখা করতে কয়েকদিন ভারতে ছিলেন। তার বুকে, চোখে এবং পায়ে ক্ষত হয়েছে বলে জানা গেছে।
তিনি বলছিলেন, ‘আমি যখন উঠে দাঁড়ালাম, তখন আমার চারপাশে মৃতদেহ পড়ে ছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি উঠে দাঁড়িয়ে দৌড়েছিলাম। আমার চারপাশে বিমানের টুকরো পড়ে ছিল। এরপর কেউ আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে গেল।’
রমেশ তার ৪৫ বছর বয়সী ভাই অজয় কুমারের সঙ্গে যুক্তরাজ্যে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, বিমানে তার ভাইকে তাকে অন্য কোথাও বসানো হয়েছিল।
বেঁচে যাওয়া রমেশ আরও বলছিলেন, ‘আমরা দিউয়ে (ভারতের শহর) গিয়েছিলাম। তিনি (ভাই অজয় কুমার) আমার সাথেই ভ্রমণ করছিল। আমি তাকে আর খুঁজে পাচ্ছি না। দয়া করে আমাকে তাকে খুঁজে পেতে সাহায্য করুন।’
এদিকে, আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক বলেছেন, পুলিশ ১১-এ সিটে একজনকে জীবিত অবস্থায় পেয়েছে। তিনি হাসপাতালে আছেন, চিকিৎসা চলছে।’
More Stories
সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি অভিবাসী আটক
সৌদি আরবে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে চলা অভিযানে এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটি।...
ওমরাহতে যাওয়ার আগে রিটার্ন টিকিট বাধ্যতামূলক করলো সৌদি
এখন থেকে সৌদি আরবে ওমরাহ করতে গেলে রিটার্ন টিকিট কাটতে হবে ও যাত্রার সময় চেক-ইন কাউন্টারে ফিরতি টিকিট দেখানো বাধ্যতামূলক...
হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে যা বললেন ভলকার তুর্ক
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে পূর্ববর্তী সরকারের অধীনে জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করা...
হাসিনার দশা হলো মাদাগাস্কারের প্রেসিডেন্টের
আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছে ফরাসি রেডিও আরএফআই। প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল...
বিজ্ঞানের ‘সমতার শক্তিতে’ ফিলিস্তিনি শরণার্থী থেকে নোবেল জয়
জর্দানে ফিলিস্তিনি শরণার্থী পরিবারের সন্তান হিসেবে একদমই সাধারণ পরিবেশে জন্ম নেওয়া রসায়নে নোবেল বিজয়ী ওমর এম ইয়াগি বুধবার বিজ্ঞানের ‘সমতার...
স্ত্রীর চিৎকারে ভেবেছিলেন ভালুক, পরে শোনেন নোবেল জিতেছেন
মন্টানার রকি পর্বতমালায় ক্যাম্পিং ও হাইকিং করছিলেন প্রফেসর ফ্রেড র্যামসডেল। হঠাৎ স্ত্রীর চিৎকার শুনে ভাবেন, হয়তো ভালুক এসেছে। কিন্তু পরে...
