Read Time:2 Minute, 23 Second

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার (১২ জুন) বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে এক ব্যক্তিগত বৈঠকে মিলিত হয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

অধ্যাপক ইউনূস চার দিনের সরকারি সফরে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। এই সফরে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, লন্ডনের বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এটি একটি ব্যক্তিগত সাক্ষাৎ ছিল। সাক্ষাতে শুধু তারা দুজনই ছিলেন। বৃহস্পতিবার স্থানীয় সময় ১১টা ২০ মিনিটে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আধাঘণ্টা একান্তে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

শফিকুল আলম আরও জানান, বাংলাদেশের যে একটা অবস্থার পরিবর্তন (ট্রানজিশন) হচ্ছে তা নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা রাজা চার্লসকে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কি কি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেস সচিব জানান, রাজা চার্লস যেহেতু অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের পরিচিত, তাই তাদের মধ্যে পুরোনো দিনের নানান স্মৃতি নিয়ে কথাবার্তা হয়েছে। রাজা চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাৎটি যুক্তরাজ্য সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বিমান বিধ্বস্তের বর্ণনা দিলেন বেঁচে যাওয়া একমাত্র ব্রিটিশ যাত্রী
Next post প্রধান উপদেষ্টার শোক: ভারতে বিমান দুর্ঘটনায় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ
Close