Read Time:2 Minute, 25 Second

রাজনৈতিক সরকারের মতো অন্তর্বর্তী সরকারও প্রস্তাবিত বাজেটে আবাসন খাতে বিনিয়োগে কালো টাকা সাদা করার সুযোগ রেখেছে। তবে আগের থেকে করহার কয়েক গুণ বাড়ানো হয়েছে। পাশাপাশি শর্ত দিয়েছে, বেআইনি বা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে প্রাপ্ত আয়ের অর্থে এ সুযোগ মিলবে না। শুধু বৈধ উপার্জন অতীতে কর দেওয়ায় অপ্রদর্শিত হয়ে থাকলে, সে টাকা বিনিয়োগ করে সাদা করা যাবে।

দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও অর্থনীতিবিদরা সরকারের সিদ্ধান্তকে স্ববিরোধী ও দুর্নীতিপরায়ণ নীতির প্রতিফলন হিসেবে আখ্যা দিয়েছেন।

নতুন বাজেট প্রস্তাব অনুযায়ী, কালো টাকা আবাসন খাতে বিনিয়োগ করে সাদা করার ক্ষেত্রে নির্মিত অ্যাপার্টমেন্ট থেকে ফ্ল্যাট ক্রয়ে ঢাকার গুলশান, বনানী, বারিধারা, মতিঝিল ও দিলকুশা এলাকায় ২ হাজার বর্গফুটের বেশি আয়তনের ভবন বা অ্যাপার্টমেন্টের জন্য প্রতি বর্গফুট ২ হাজার টাকা কর দিতে হবে। এখন যা প্রতি বর্গমিটারে (১০ দশমিক ৭৬৪ বর্গফুট) ৪ হাজার টাকা; অর্থাৎ এ ক্ষেত্রে কর সোয়া ৫ গুণ বাড়ানো হয়েছে।

একইভাবে ধানমন্ডি, ডিওএইচএস, মহাখালী, লালমাটিয়া, উত্তরা, বসুন্ধরা, ক্যান্টনমেন্ট, সিদ্ধেশ্বরী, কারওয়ান বাজার, বনশ্রী, বিজয়নগর, ওয়ারী, সেগুনবাগিচা, নিকুঞ্জ (ঢাকা) এবং পাঁচলাইশ, খুলশীবাদ, নওগ্রামে (চট্টগ্রাম) অনুরূপ সম্পত্তির জন্য প্রতি বর্গফুটে ১ হাজার ৮০০ টাকা। এই এলাকায় ২ হাজার বর্গফুটের কম আয়তনের ভবনের জন্য যথাক্রমে প্রতি বর্গফুট দেড় হাজার টাকা এবং ৬০০ টাকা কর দিতে হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা হবে, আশা প্রধান উপদেষ্টার
Next post ‘জুলাই সনদের’ আগে নির্বাচন চায় না এনসিপি
Close