Read Time:4 Minute, 28 Second

“ক্রিকেটে টেস্ট হয় ৫ দিনের, ওয়ানডে ৭ ঘণ্টার… আমি একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি… আশাকরি সবাই আমাকে মনে রাখবেন,” বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম সংবাদমাধ্যমে প্রতিক্রিয়ায় এ মন্তব্য আমিনুল ইসলাম বুলবুলের।

শুক্রবার (৩০ মে) বিকেলে পরিচালনা পর্ষদের সভায় বোর্ড প্রেসিডেন্ট নির্বাচিত হন বুলবুল। সবশেষ তিনি আইসিসিতে ডেভলপমেন্ট প্রোগ্রামে কাজ করেছিলেন। এপ্রিলের শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আহ্বানে তিনি বিসিবিতে কাজ করার সিদ্ধান্ত নেন।

১৬তম বোর্ড প্রেসিডেন্ট হিসেবে বুলবুল ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হন। গঠনতন্ত্র অনুযায়ী আগামী অক্টোবরে বিসিবির নির্বাচন। তাহলে কি মাত্র তিন মাসের জন্য বিসিবিতে এসেছেন বুলবুল?

এমন প্রশ্নের উত্তর সরাসরি দেননি টেস্ট ম্যাচে দেশের প্রথম এই সেঞ্চুরিয়ান। তিনি বলেন, ‘‘আমি কোনো তিন মাসের জন্য আসিনি, নিজের কাজ করতে এসেছি। কাজ করা হলে চলে যাব।”

“আমার সাথে মাননীয় উপদেষ্টার সভাপতি হওয়া নিয়েও কথা হচ্ছিল না। আমাকে বলেছিল আপনি বাংলাদেশের ক্রিকেটের জন্য কাজ করতে চান কিনা? আমি এক বাক্যে হ্যাঁ বলে দিয়েছি। আমি কিন্তু এখানে সভাপতি হওয়ার জন্য আসিনি, এটা পরিক্রমার মাধ্যমে হয়ে গেছে। আমি বাংলাদেশের ক্রিকেটকে সার্ভ করতে চাই,’’ বলেন বুলবুল।

বিপিএলে অনিয়মের তদন্তে ফারুকের বিরুদ্ধে প্রমাণ পাওয়ার পর পরিচালকদের অনাস্থায় জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবিতে তার প্রতিনিধিত্ব বাতিল করে। সেই জায়গায় প্রক্রিয়ার মধ্য দিয়ে বুলবুল বিসিবি প্রেসিডেন্ট হন। তার জন্য এখন কাজ করা কিছুটা কঠিন কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘শেষ বোর্ড সভাপতি সাবেক খেলোয়াড় ছিলেন। খেলোয়াড়রা শিখছে। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, আমার যে স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ। কেননা আমি ছোট্ট দেশ তাজিকিস্তানের মতো দেশের সাথেও কাজ করেছি। আমি চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে, ইনশাল্লাহ ফেল করবো না। আমি শেয়ার করবো আমার অভিজ্ঞতাটা বাংলাদেশের ক্রিকেটের সাথে। ক্রিকেটার হিসেবে আমি এখানে বসিনি, আমার যে দায়িত্ব আছে আমি সেই দায়িত্ব এখানে পালন করার চেষ্টা করবো।”

আমিনুল ইসলাম বুলবুল অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের সেরাটা দিতে চান। বলেন, “সভাপতি হিসেবে আমার আজকের দিনটা শুরু হলো। এটি নিয়ে আমার কোন অভিজ্ঞতা নেই। আমরা চেষ্টা করবো সবার অভিজ্ঞতা কাজে লাগিয়ে , সবার এনার্জি যেন আমরা একসাথে কাজে লাগিয়ে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি।’’

প্রথম দিনেই বুলবুল বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে সিএফও নিয়োগ, মার্কেটিং বিভাগ ঢেলে সাজানো, আর্থিক অনিয়ম তদন্ত করাসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেন। এ ছাড়া আগামীকাল (৩১ মে) ডাকা হয়েছে বোর্ড মিটিং। এখানে বিস্তর আলোচনা করার কথা জানিয়েছেন নতুন বোর্ড প্রেসিডেন্ট।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post একটা লোক নির্বাচন চান না: মির্জা আব্বাস
Next post বাংলাদেশসহ ১৪ দেশের জন্য সৌদির ব্লক ওয়ার্ক ভিসা সাময়িক স্থগিত
Close