Read Time:2 Minute, 27 Second

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের কেন এখনো জেলের বাইরে, অন্তর্বর্তী সরকারের প্রতি এমন প্রশ্ন রেখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (২৯ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

জাপাকে দোসর উল্লেখ করে স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, ‘জাতীয় পার্টি আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর। বিরোধী দলের যাবতীয় সুবিধা ভোগ করে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছিল এই জাতীয় পার্টি।’

‘প্রত্যেক ইলেকশনের আগে অবৈধ সরকারি দলের বিরোধিতার নামে ভন্ডামি করতো। তারপর নির্বাচনের ঠিক কয়েক দিন আগে জিএম কাদের ভারতে গিয়ে নেগোসিয়েশন করে ডামি বিরোধী দল সেজে বসে থাকতো।’

সরকারের উদ্দেশে এনসিপি নেতা বলেন, ‘সেই জিএম কাদের এখনো বাইরে কিভাবে? সরকারকে ধাক্কা না দিলে কি কাজ হয় না? নাকি প্রত্যেকটা কাজের জন্য ছাত্র-জনতাকে নতুন করে মাঠে নামতে হবে?’

যদিও জিএম কাদের পাল্টা জবাবে বলেছেন, ‘যারা আমাদের দোসর বলছেন, তারা বাংলাদেশের রাজনীতিতে কতটুকু ধারণা রাখেন, তা নিয়ে আমার সন্দেহ আছে। বাংলাদেশের রাজনীতিতে আমাদের দোসর শত্রুরাও খুব সহজে বলতে পারবেন না, কথার কথা বলতে পারেন।

বৃহস্পতিবার বিকালে রংপুর নগরীর সেনপাড়ায় তার বাসভবন ‘দ্য স্কাই ভিউতে’ সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, ‘কোনোভাবেই আমরা দোসর নই। যেখানে আওয়ামী লীগ খারাপ কাজ করেছে তার সবচেয়ে বেশি প্রতিবাদ করেছি এবং অন্য যেকোনো দলের চেয়ে বেশি সোচ্চার ছিলাম।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post গণতন্ত্র পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে: খালেদা জিয়া
Next post দ্রুততম সময়ে বাংলাদেশে নির্বাচন চায় ভারত
Close