Read Time:2 Minute, 13 Second

বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে। রাজ্যটির রাজধানী গুয়াহাটি, গোলাঘাট, ধুবরি, বারপেতা এবং চাচর জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের।

সোমবার (২৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, আসামে আশ্রিত অবৈধ ও নথিবিহীন বাংলাদেশিদের শনাক্ত করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটির সরকার। সেই সিদ্ধান্ত অনুসারে রাজ্যজুড়ে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। সেই অভিযানেই শনি ও রোববার গ্রেপ্তার করা হয়েছে এ ৫০ জনকে।

তবে, গ্রেপ্তারদের আত্মীয়-স্বজনদের দাবি, তারা সবাই ভারতের নাগরিক।

এ ব্যাপারে আসাম পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আপাতত এই ৫০ জনকে রাজ্যের রূপনগর পুলিশ রিজার্ভে রাখা হয়েছে। ইতোমধ্যে সেখানে তাদের স্বজনরা প্রয়োজনীয় নথি ও কাগজপত্র নিয়ে আসা শুরু করেছেন। পুলিশ সেসব নথি ও কাগজপত্র যাচাই করছে।

এদিকে অবৈধভাবে বসবাসের অভিযোগে শনিবার (২৪ মে) আসামের মুড়িগাঁও জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে ৯ বাংলাদেশিকে। তাদের পরিচয় সম্পর্কেও নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তাদেরকে গোলপাড়া ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। দাপ্তরিক কার্যক্রম শেষে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন আসাম রাজ্য পুলিশের এক কর্মকর্তা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে : তারেক রহমান
Next post গণহত্যার বিচার, আমাদের অন্যতম অঙ্গীকার: আইন উপদেষ্টা
Close