মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি স্বপ্নের প্রকল্প হচ্ছে ‘গোল্ডেন ডোম’। এটি হবে একটি আধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, যা পুরো যুক্তরাষ্ট্রকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করবে। তবে এই প্রকল্প বাস্তবায়নে খরচ হতে পারে ৫০০ বিলিয়ন ডলারের বেশি – যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ৫৫ লাখ কোটি টাকা!
সোমবার (১৯ মে) সংবাদমাধ্যম সিএনএন প্রকাশিত এক বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, পেন্টাগন (মার্কিন প্রতিরক্ষা দপ্তর) ইতোমধ্যে ট্রাম্পের কাছে তিনটি বাজেট বিকল্প তুলে ধরেছে- ছোট, মাঝারি এবং বড়। আগামী কয়েক দিনের মধ্যেই ট্রাম্প এদের মধ্যে একটি বেছে নেবেন। এই নির্বাচনের ওপর নির্ভর করবে, প্রকল্পের অর্থায়ন, বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা।
এদিকে ২০২৬ সালের বাজেটে ‘গোল্ডেন ডোম’-এর জন্য ২৫ বিলিয়ন ডলার বরাদ্দ চাওয়া হয়েছে। তবে কংগ্রেসের বাজেট অফিস বলছে, প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়নে খরচ হতে পারে ২০ বছরে ৫০০ বিলিয়নেরও বেশি।
এই প্রকল্প একা সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দরকার হবে। এলন মাস্কের কোম্পানি SpaceX ছাড়াও Anduril ও Palantir নামে আরও দুটি প্রযুক্তি কোম্পানি ইতোমধ্যে চুক্তির জন্য লবিং শুরু করেছে। তারা প্রতিরক্ষা সচিবকে প্রস্তাবও দিয়েছে।
এমনকি, এই প্রকল্পে নজর রাখার জন্য নিয়োগ দেওয়া হবে একজন ‘গোল্ডেন ডোম জার’- যিনি পুরো ব্যবস্থাটি তদারকি করবেন। এই পদে জেনারেল মাইকেল গেটলাইনকে বিবেচনা করা হচ্ছে।
বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলের ‘আয়রন ডোম’-এর মতো একটি প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা। তবে বিশেষজ্ঞরা বলছেন, দুটি প্রকল্প একেবারে ভিন্ন। আয়রন ডোম ছোট এলাকা সুরক্ষায় ব্যবহৃত হয়, আর ট্রাম্পের গোল্ডেন ডোম মহাকাশ থেকে পুরো যুক্তরাষ্ট্রকে রক্ষা করবে- যা প্রযুক্তি ও ব্যয়ের দিক থেকে অনেক বড় চ্যালেঞ্জ।
যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের কর্মকর্তারা বলছেন, এখনো পুরো প্রকল্পটি পরিকল্পনা ও নকশা পর্যায়ে রয়েছে। কিছু প্রাথমিক অর্থ বরাদ্দ দেওয়া হলেও বাস্তবায়নের জন্য সময়, গবেষণা ও ব্যাপক সমন্বয়ের দরকার।
প্রকল্পটি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক চলছে। অনেকে বলছেন, এলন মাস্কের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতার কারণে SpaceX বাড়তি সুবিধা পাচ্ছে। আবার ট্রাম্পের দেওয়া সময়সীমা অনুসারে প্রকল্পের পরিকল্পনা মার্চে জমা দেওয়ার কথা থাকলেও তা জমা পড়ে প্রায় এক মাস পরে।
‘গোল্ডেন ডোম’ হতে পারে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রতিরক্ষা প্রকল্পগুলোর একটি। এটি সত্যি বাস্তবায়নযোগ্য কি না, তা এখনো প্রশ্নের মুখে। তবে ট্রাম্প প্রশাসন এটি শুরু করার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
More Stories
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
যুক্তরাষ্ট্রের ‘এইচ-১বি ভিসা’ পুরোপুরি বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মী আনার সবচেয়ে বড় ভিসা কর্মসূচি এইচ-১বি পুরোপুরি বন্ধের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসা ফি শতগুণ বাড়ানোর...
আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে বিবিসিকে চিঠি পাঠালেন ট্রাম্প
ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সোমবার (১০ নভেম্বর) বিবিসির...
৮০ হাজার অ-অভিবাসী ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ হাজার অ-অভিবাসী ভিসা বাতিল করা হয়েছে। মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো...
নিউইয়র্কের মেয়র নির্বাচন: মামদানির হাতে ব্যালট-খামে বাংলায় লেখা
নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রায় ৫০ লাখ নিবন্ধিত ভোটার আজ মঙ্গলবার নগরের পরবর্তী মেয়র নির্বাচনের লক্ষ্যে...
অন্য দেশের ‘সরকার বদলের’ মার্কিন নীতি শেষ: তুলসী গ্যাবার্ড
কোনো দেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্র যে নীতি মেনে আসছিল, তা ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে শেষ হয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা...
