Read Time:1 Minute, 39 Second

ময়মনসিংহে জাতীয় পার্টির নেতা রওশন এরশাদের পৈতৃক বাড়ি ‘সুন্দর মহল’ ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওই বাড়িটি ‘কুটুমবাড়ি রেস্টুরেন্ট’ নামে একটি খাবার হোটেলের জন্য প্রস্তুত করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল পৌনে ৩টার দিকে বিক্ষুব্ধ কিছু ছাত্র এই ভাঙচুরের ঘটনা ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল্লাহ ওলি, জি কে ওমরসহ কয়েকজন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব আব্দুল আলীম বলেন, জাতীয় পার্টি বিগত সময়ে পতিত স্বৈরাচারের মেয়াদকে প্রলম্বিত করেছে ফলে সব শ্রেণি-পেশার মানুষ তাদের প্রতি ক্ষিপ্ত। এ ঘটনার সঙ্গে মহানগরের কয়েকজন জড়িত আছে বলে শুনেছি।

‘সুন্দর মহল’ এর কেয়ারটেকার মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন, হঠাৎ করে লোকজন গেটের ভেতর প্রবেশ করে। পরে বাসার সামনের খালি জায়গায় নতুন নির্মাণ করা কাঠামোর ইটের দেওয়াল ও সেন্টারিং ভেঙে ফেলে। কিছু আসবাবপত্রও ভাঙচুর করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ডিবি হারুনের শ্বশুরের ১০তলা ভবন জব্দ
Next post গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে: প্রেস সচিব
Close