Read Time:2 Minute, 40 Second

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, স্বৈরাচার কখনো স্থায়ী হতে পারে না। স্বৈরাচার শেখ হাসিনা বলেছিল, শেখের বেটি পালায় না। কিন্তু আমরা দেখেছি বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনা জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সেখানে আওয়ামী লীগের শুধু দাফন হয়নি, আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছেন। তাদের আর এই দেশে আসতে দিবে না এই দেশের জনগণ।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ফাঁসি চায়। কারণ ক্ষমতায় টিকে থাকার জন্য স্বৈরাচার হাসিনা শুধু মাত্র জুলাই আন্দোলনে সারা দেশে ২ হাজার মানুষ হত্যা করেছে। এর মধ্যে নরসিংদীতে ২৬ জনকে হত্যা করেছে। তাই শহীদ পরিবারসহ দেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন।

রবিবার সন্ধ্যায় নরসিংদীর শেখেরচর ধূমকেতু মাঠে বিএনপির সাবেক চেয়ারম্যান মরহুম এম এ হান্নান চেয়ারম্যানের ১২তম মৃত্যুবার্ষিকী আয়োজিত স্বরন সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই আওয়ামী লীগের লোকজন শেয়ার বাজার লুট করেছে, ব্যাংকগুলো থেকে প্রচুর টাকা লুট করেছে। লুটপাট করে তারা বাংলাদেশে থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কিন্তু বাংলাদেশের জনগণের ভাগ্যের কোন উন্নয়ন করেনি।

নরসিংদী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ন কবির রাসেলের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, যুবদল নেতা মোকারম হোসেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, চিনিসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা, শীলমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাবুরহাট বণিক সমিতির সভাপতি বোরহান উদ্দিন প্রমুখ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ঐকমত্যের বাইরে সংস্কারের প্রয়োজন নেই: আমীর খসরু
Next post নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল-ঘুষি
Close