দেশ ও জাতির কল্যাণে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, অহেতুক কোনো বিলম্ব না করে জাতির প্রত্যাশা পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা করা উচিত।
সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম, সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ ও মাওলানা মুহাম্মদ শাহজাহান। দারসুল কুরআন পেশ করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যাপক ড. মাওলানা সাইয়্যেদ আবু নোমান।
বক্তব্যে অধ্যাপক পরওয়ার বলেন, পলাতক স্বৈরাচাররা দেশে গুজব ও অপপ্রচার চালাতে পাচার করা টাকা ব্যবহার করছে। আন্তর্জাতিক মহলেও তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
তিনি বলেন, ইসরায়েল নারকীয় গণহত্যার মাধ্যমে পৃথিবীর মানচিত্রে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নারী-শিশুসহ ফিলিস্তিনিদের হত্যা করে তারা বর্বরতার নতুন ইতিহাস রচনা করছে। বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে এই রাষ্ট্রকে প্রতিহত করতে হবে।
এসময় তিনি জাতিসংঘ ও ওআইসিকে ইসরায়েলকে বয়কট এবং গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
মাওলানা আবু তাহের বলেন, ইসলামী আন্দোলনের ইতিহাস শহীদ সাহাবায়ে কেরামের রক্ত-আত্মত্যাগে গড়া। সেই পথেই আজ জামায়াত এগিয়ে চলেছে, তাই তারা বারবার ষড়যন্ত্রের শিকার।
ড. আজাদ বলেন, জনগণের কল্যাণে কাজ করাকে অভ্যাসে পরিণত করতে হবে। সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি হলো মানবিক, স্বেচ্ছাসেবামূলক ও সচেতনতা কার্যক্রমের সম্প্রসারণ।
মাওলানা শাহজাহান বলেন, ইসলামী অর্থনৈতিক নীতিমালায় ন্যায়বিচার ও স্থিতিশীলতা নিশ্চিত হয়। মোয়ামেলাতের শিক্ষা সমাজে নৈতিক ভিত্তি তৈরি করে।
সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, জামায়াত কোনো অস্পষ্ট কর্মসূচি নিয়ে ক্ষমতায় যেতে চায় না। নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়েই আমরা দেশ পরিচালনার দায়িত্ব নিতে চাই।
More Stories
খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সকল অনুরোধ পূরণ করছে সরকার: প্রেস সচিব
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তার পরিবারের সকল অনুরোধ অন্তর্বর্তী সরকার পূরণ করছে বলে জানিয়েছেন...
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন শুরু রোববার
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হচ্ছে রোবিবার (৭ ডিসেম্বর)।...
ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে
ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান করা নিয়ে মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী...
কেউ যেন আমাদের ওপর কোনো দাদাগিরি করতে না আসে: ডা. শফিকুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ভয় করি শুধু আল্লাহ তায়ালাকে। বাকি যাদের কথা বলেন, তাদেরকে আমরা...
পারস্পরিক বোঝাপড়ায় বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে: প্রণয় ভার্মা
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়...
ছাত্রশক্তির নেত্রী জেদনীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী...
