Read Time:1 Minute, 41 Second

বায়তুল মোকাররম মসজিদ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিছিল ছত্রভঙ্গ করার সময় আটক আরমান আলীকে (৪০) পুলিশ হেফাজত থেকে ছাড়িয়ে হাসপাতালে নিয়ে আসলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরমানের বাসা ফকিরাপুল পানির ট্যাংকি এলাকায়।

শুক্রবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে ডিবি কার্যালয় থেকে ওই রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসেন এই উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, মামার নাম আরমান, উনি রিকশাওয়ালা না। আগে রিকশা চালাতেন। এখন বায়তুল মোকাররমের সামনের দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে তার উপরেও হামলা করে আহত করা হয়। পরবর্তীতে আর্মির সদস্যরা তাকে এরেস্ট করে ডিবিতে সোপর্দ করে। তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

আরমান আলী বলেন, দুপুরে বাইতুল মোকাররম এলাকায় গিয়েছিলাম আমি। সেখানে হিজবুত তাহরীরের সদস্যদের দৌড়ানি দিয়েছিলাম। তখন উল্টো তারা কয়েকজন মিলে আমাকে মারধর করে। সেখান দৌড়ে পালাতে গেলে সন্দেহবশত আর্মি সদস্যরা আমাকে আটক করে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post দিল্লির সংবাদ সম্মেলনে বাংলাদেশের ‘সমস্যা’ সমাধান নিয়ে আলোচনা
Next post ইরানের নেতাকে চিঠি পাঠালেন ট্রাম্প
Close