ইরানের নেতাকে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি আশা প্রকাশ করেছেন, তেহরান ওয়াশিংটনের সাথে আলোচনায় বসবে। শুক্রবার (৭ মার্চ) ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এ কথা জানিয়েছেন।
ট্রাম্প জানান, তিনি ইরানের সাথে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে চান এবং গতকাল বৃহস্পতিবার ইরানের নেতৃত্বকে একটি চিঠি পাঠিয়েছেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, তারা এই চিঠিটি পেতে চায়।’ ‘আমি (চিঠিতে) বলেছিলাম, আমি আশা করি আপনি আলোচনায় বসবেন, কারণ এটি ইরানের জন্য অনেক ভালো হবে।’
তিনি আরও বলেন, ‘ইরানকে মোকাবেলা করার দুটি উপায় আছে : সামরিকভাবে, অথবা আপনি একটি চুক্তি করুন। আমি একটি চুক্তি করতে পছন্দ করব, কারণ আমি ইরানকে আঘাত করতে চাই না। তারা মহান মানুষ। অন্য বিকল্প হলো, আমাদের কিছু একটা করতে হবে। কারণ তুমি আর একটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারো না।’
ট্রাম্পের এমন বক্তব্য নিয়ে মন্তব্যের অনুরোধ করা হলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পায়নি রয়টার্স। হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো অনুরোধের জবাব দেয়নি।
প্রতিবেদনে সংবাদ সংস্থাটি জানিয়েছে, চিঠিটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে লেখা বলে মনে হচ্ছে।
জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প মার্কিন পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন এনেছেন। রাশিয়ার প্রতি সমঝোতামূলক অবস্থান গ্রহণ করেছেন।
ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৮ সালে ইরানের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসেন। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য এটি একটি বহুজাতিক চুক্তি ছিল।
একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। কারণ মস্কো তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানে সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছে।
এর আগে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে। পেসকভ বলেন, রাশিয়ার অবস্থান হলো – ইরানের সঙ্গে পারমাণবিক নথির সমস্যাটি শান্তিপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত। আমরা বিশ্বাস করি যে, সমাধানের সম্ভাবনা রয়েছে, কারণ ইরান আমাদের মিত্র, আমাদের অংশীদার।
তিনি জোর দিয়ে বলেন, ইরান এমন একটি দেশ, যাদের সাথে আমরা ব্যাপক, পারস্পরিক উপকারী ও সম্মানজনক সম্পর্ক বিকাশ করছি এবং রাশিয়া এর জন্য সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র এ বিষয়ে অবগত।
More Stories
রোহিঙ্গারা যেন আগামী ঈদ রাখাইনে করতে পারে সে প্রচেষ্টা চলছে : প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গারা যেন আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়িতে গিয়ে...
এখনো লড়াই বাকি: মাহফুজ আলম
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাঙালি জাতীয়তাবাদের নামে ইসলামবিদ্বেষকে আলেম-ওলামা ও মাদ্রাসা ছাত্রদের ওপর চাপিয়ে দেওয়া...
আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান। কারণ তাদের একটি সমুদ্র আছে, যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা...
ঢাকায় জাতিসংঘ মহাসচিব, শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক
প্রায় সাত বছরের ব্যবধানে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো সফরে এসেছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের সফরে আলোচনায় অগ্রাধিকার পাবে রোহিঙ্গা...
শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিৎ: আমান
বিডিআর হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। বৃহস্পতিবার...
নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ চাই: সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার আলোচনা চলতে থাকবে। কিন্তু আমাদের সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে।...