Read Time:2 Minute, 5 Second

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এবার বাংলাদেশি জাহাঙ্গীর আলম (৪৪) জিতলেন আবুধাবি বিগ টিকেটের ২০ মিলিয়ন দিরহাম নিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৬ কোটি ২৮ লাখ টাকা।

সোমবার (৩ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যম খালিজ টাইমস। সংবাদমাধ্যমটি বলছে, সোমবার অনুষ্ঠিত সবশেষ আবুধাবি বিগ টিকেট ড্রতে ২ কোটি দিরহাম জিতেছেন দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম। তার টিকিট নম্বর ১৩৪৪৬৮ বিজয়ী হয়। যেটি তিনি কিনেছিলেন ১১ ফেব্রুয়ারি।

৪৪ বছর বয়সী জাহাঙ্গীর দুবাইয়ে ছয় বছর ধরে জাহাজ নির্মাণ শিল্পে কাজ করছেন। তার পরিবার থাকে বাংলাদেশে। গত তিন বছর ধরে তিনি ১৪ জন বন্ধুর সঙ্গে নিয়মিত বিগ টিকিট কিনছিলেন। তিনি আশায় ছিলেন, কখনও তিনি জিতবেন লটারি।

লটারি জেতার পর জাহাঙ্গীর বলেন, আমার ফোনে যখন কলটি আসে, তখন আমি গভীর মোনাজাতে মগ্ন ছিলাম। যখন আমি বেরিয়ে এলাম, তখন আমার বন্ধু আমাকে অবিশ্বাস্য এ সংবাদটি জানাল। আমি আনন্দে আপ্লুত হয়ে গেছি। তবে এটি আমার একার অর্জন নয়। এটি আরও ১৪ জনের এবং তাদের পরিবারেরও অর্জন।

পুরস্কারের অর্থ দিয়ে জাহাঙ্গীর দুবাইতে একটি ব্যবসা শুরু করতে চান এবং তার বন্ধুদেরও এতে যুক্ত করতে ইচ্ছুক। পাশাপাশি তিনি ভবিষ্যতেও বিগ টিকিট কেনা চালিয়ে যাবেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post শেখ মুজিবের নামে লাখ ডলারের আন্তর্জাতিক শান্তি পদক বাতিল
Next post বাংলাদেশ সম্পর্কে জাতিসংঘের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন করবেন তুর্ক
Close