যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে শান্তি ও সমগ্র ইউরোপের স্থিতিশীলতা নিশ্চিত করতে ইউরোপীয় নেতাদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। একই সঙ্গে নতুন জোট গঠনের মাধ্যমে প্রতিরক্ষা প্রচেষ্টা আরও জোরদার করার কথা বলেন তিনি।
রোববার লন্ডনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি জোরালো সমর্থনের উদ্দেশ্যে আয়োজিত এক সম্মেলনে এ আহ্বান জানান স্টারমার।
জেলেনস্কি সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তীব্র মতবিরোধে জড়িয়ে তার ওয়াশিংটন সফর সংক্ষিপ্ত করেন। এর ঠিক দুই দিন পর লন্ডনে আয়োজিত এই সম্মেলনে ইউরোপীয় নেতারা জেলেনস্কিকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের সমর্থনের প্রতিশ্রুতি দেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী এ সময় জেলেনস্কি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পাশে দাঁড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন এবং বলেন, এটি ইউরোপের জন্য এক ‘প্রজন্মে একবার আসা চ্যালেঞ্জ’।
স্টারমার বলেন, ইউক্রেনের জন্য একটি ভালো ফলাফল নিশ্চিত করা শুধু ন্যায়-অন্যায়ের বিষয় নয়, বরং এটি এখানকার প্রতিটি দেশের নিরাপত্তার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় তিনি সম্মেলনের উদ্দেশ্য নিয়ে বলেন, ‘আজকের বৈঠকের উদ্দেশ্য হলো- সবাইকে একত্রিত করে কীভাবে একটি ন্যায্য ও স্থায়ী শান্তি নিশ্চিত করা যায়, তা নিয়ে আলোচনা করা এবং ইউক্রেনকে ভবিষ্যতে যেকোনো রুশ হামলা প্রতিহত করার সক্ষমতা দেওয়া’।
শান্তি প্রতিষ্ঠার আশা পুনরুজ্জীবিত করার জন্য স্টারমার বলেন, গত শুক্রবার তিনি ট্রাম্প, জেলেনস্কি এবং ম্যাক্রোঁর সঙ্গে জরুরি আলোচনা করেছেন। এতে এই ধারণা আরও সুসংহত হয়েছে যে, ইউরোপের ‘আগ্রহীদের একটি জোট’ দ্রুত একটি শান্তি পরিকল্পনা তৈরি করবে এবং এটি যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করবে।
স্টারমার ও ম্যাক্রোঁ ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করছেন যে, ইউরোপ তার সামরিক ব্যয় বাড়াতে পারে এবং নিজেকে রক্ষা করতে পারে। আর রাশিয়া শুধু তখনই একটি শান্তি চুক্তি মেনে নেবে, যদি এই জোটটি যুক্তরাষ্ট্রের সমর্থন লাভ করে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় একটি ‘ব্যাকস্টপ’ ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন স্টারমার, যেখানে ইউরোপীয় শান্তিরক্ষীদের জন্য ওয়াশিংটনের সহায়তা চাওয়া হয়েছে। এর মধ্যে থাকতে পারে বিমান প্রতিরক্ষা, গোয়েন্দা নজরদারি ও রাশিয়ার জন্য আরও বড় হুমকি সৃষ্টি করা। যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবার নতুন ভূখণ্ড দখলের চেষ্টা করেন।
তবে ট্রাম্পের সম্মতি পাওয়ার জন্য ইউরোপের দেশগুলোকে তাদের সামরিক ব্যয় বাড়াতে হবে এবং যেকোনো শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়ার সংকল্প জানাতে হবে।
স্টারমার বলেন, যুক্তরাজ্য ও ফ্রান্স এই পরিকল্পনার বিষয়ে সবচেয়ে অগ্রসর পর্যায়ে রয়েছে। আর এ কারণেই প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও আমি এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছি।
তিনি বলেন, সম্ভবত আমাদের এখন ‘নতুন জোট’ গঠনের দিকে এগিয়ে যেতে হবে এবং এটি বাস্তবায়ন করতে হবে। সূত্র: রয়টার্স
More Stories
সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি অভিবাসী আটক
সৌদি আরবে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে চলা অভিযানে এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটি।...
ওমরাহতে যাওয়ার আগে রিটার্ন টিকিট বাধ্যতামূলক করলো সৌদি
এখন থেকে সৌদি আরবে ওমরাহ করতে গেলে রিটার্ন টিকিট কাটতে হবে ও যাত্রার সময় চেক-ইন কাউন্টারে ফিরতি টিকিট দেখানো বাধ্যতামূলক...
হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে যা বললেন ভলকার তুর্ক
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে পূর্ববর্তী সরকারের অধীনে জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করা...
হাসিনার দশা হলো মাদাগাস্কারের প্রেসিডেন্টের
আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছে ফরাসি রেডিও আরএফআই। প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল...
বিজ্ঞানের ‘সমতার শক্তিতে’ ফিলিস্তিনি শরণার্থী থেকে নোবেল জয়
জর্দানে ফিলিস্তিনি শরণার্থী পরিবারের সন্তান হিসেবে একদমই সাধারণ পরিবেশে জন্ম নেওয়া রসায়নে নোবেল বিজয়ী ওমর এম ইয়াগি বুধবার বিজ্ঞানের ‘সমতার...
স্ত্রীর চিৎকারে ভেবেছিলেন ভালুক, পরে শোনেন নোবেল জিতেছেন
মন্টানার রকি পর্বতমালায় ক্যাম্পিং ও হাইকিং করছিলেন প্রফেসর ফ্রেড র্যামসডেল। হঠাৎ স্ত্রীর চিৎকার শুনে ভাবেন, হয়তো ভালুক এসেছে। কিন্তু পরে...
