Read Time:4 Minute, 5 Second

অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে নেওয়ার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় যশোরের মুন্সি মেহেরুল্লাহ (টাউন হল) ময়দানে যশোর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ তাদের ভোটের অধিকার, ভাতের অধিকার চায়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে নেওয়ার অপচেষ্টা করছে। সংস্কারের নামে সময়ক্ষেপণ করার মধ্যে মানুষ অন্য কিছুর গন্ধ পায়। কেউ কেউ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি তুলছেন। কিন্তু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে ফ্যাসিস্টরা নির্বাচনে এসে পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে। তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা যাবে না। ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও তাদের দোসররা এখনো অফিস আদালতসহ সব জায়গায় বহাল তবিয়তে আছে। সব জায়গা থেকে ফ্যাসিস্টরা নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। ’

এদেশের জনগণই রাষ্ট্র সংস্কার করবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সংস্কার আজকের নতুন বিষয় না। ২০২২ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কারের জন্যই ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার সেটা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যতদ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে।’

নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে উপদেষ্টাদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনাদের যদি খায়েশ থাকে, রাজনীতি করতে চান, ক্ষমতায় যেতে চান তাহলে পদত্যাগ করুন। ক্ষমতার যেতে চাইলে রাজনীতির মাধ্যমে নির্বাচিত হয়ে আসুন। আমরা আপনাদেরকে স্বাগত জানাব।’

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এই দিকে তাদের (অন্তর্বর্তী সরকার) খেয়াল নেই। পুলিশ প্রশাসন কাজ করতে পারছে না। তাই অন্তর্বর্তী সরকারকে সুশাসনের দিকে নজর দেওয়ার আহ্বান জানাই।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘যশোরের নওয়াপাড়ায় অনেক শিল্প কলকারখানা দীর্ঘদিন বন্ধ হয়ে আছে। বিএনপি ক্ষমতায় গেলে বন্ধ সব শিল্প কারখানা চালু করা হবে। ভবদহের জলাবদ্ধতার কারণে যশোরের মণিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার মানুষ কষ্ট পান। বিএনপি ক্ষমতায় গেলে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করা হবে। ’

তারেক রহমানের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘সারা দেশের মানুষ আপনার দিকে চেয়ে আছে। তারা আপনাকে চায়। আপনার প্রচেষ্টায় এদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post কোনো শিক্ষাপ্রতিষ্ঠান আর সন্ত্রাসের ঠিকানা হবে না : হাসনাত
Next post র‍্যাবের নাম পরিবর্তন হচ্ছে
Close