অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে নেওয়ার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় যশোরের মুন্সি মেহেরুল্লাহ (টাউন হল) ময়দানে যশোর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ তাদের ভোটের অধিকার, ভাতের অধিকার চায়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে নেওয়ার অপচেষ্টা করছে। সংস্কারের নামে সময়ক্ষেপণ করার মধ্যে মানুষ অন্য কিছুর গন্ধ পায়। কেউ কেউ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি তুলছেন। কিন্তু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে ফ্যাসিস্টরা নির্বাচনে এসে পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে। তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা যাবে না। ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও তাদের দোসররা এখনো অফিস আদালতসহ সব জায়গায় বহাল তবিয়তে আছে। সব জায়গা থেকে ফ্যাসিস্টরা নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। ’
এদেশের জনগণই রাষ্ট্র সংস্কার করবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সংস্কার আজকের নতুন বিষয় না। ২০২২ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কারের জন্যই ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার সেটা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যতদ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে।’
নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে উপদেষ্টাদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনাদের যদি খায়েশ থাকে, রাজনীতি করতে চান, ক্ষমতায় যেতে চান তাহলে পদত্যাগ করুন। ক্ষমতার যেতে চাইলে রাজনীতির মাধ্যমে নির্বাচিত হয়ে আসুন। আমরা আপনাদেরকে স্বাগত জানাব।’
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এই দিকে তাদের (অন্তর্বর্তী সরকার) খেয়াল নেই। পুলিশ প্রশাসন কাজ করতে পারছে না। তাই অন্তর্বর্তী সরকারকে সুশাসনের দিকে নজর দেওয়ার আহ্বান জানাই।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘যশোরের নওয়াপাড়ায় অনেক শিল্প কলকারখানা দীর্ঘদিন বন্ধ হয়ে আছে। বিএনপি ক্ষমতায় গেলে বন্ধ সব শিল্প কারখানা চালু করা হবে। ভবদহের জলাবদ্ধতার কারণে যশোরের মণিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার মানুষ কষ্ট পান। বিএনপি ক্ষমতায় গেলে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করা হবে। ’
তারেক রহমানের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘সারা দেশের মানুষ আপনার দিকে চেয়ে আছে। তারা আপনাকে চায়। আপনার প্রচেষ্টায় এদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।’
More Stories
দায়িত্ব নেওয়ার সময় নির্বাচন দেওয়ার কোনো শর্ত ছিল না : সাখাওয়াত হোসেন
দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কি না, তা নির্বাচন কমিশনই বলতে পারবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার...
জামায়াত ধর্মকে ব্যবহার করে বিভাজন ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে : এনসিপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক...
আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে কাতারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় হযরত...
‘আমি ভালো আর সব খারাপ’— আওয়ামী আমলের এই প্রচার এখনো চলছে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি ভালো আর সব খারাপ। এ রকম একটি বিষয় আমরা দেখেছি ১৬ বছর ধরে।...
খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সকল অনুরোধ পূরণ করছে সরকার: প্রেস সচিব
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তার পরিবারের সকল অনুরোধ অন্তর্বর্তী সরকার পূরণ করছে বলে জানিয়েছেন...
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন শুরু রোববার
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হচ্ছে রোবিবার (৭ ডিসেম্বর)।...
