Read Time:2 Minute, 12 Second

আতিথেয়তার এক ‘বিরল দৃষ্টান্ত’ স্থাপন করে সোমবার (১৭ ফেব্রুয়ারি) কাতারের আমিরকে স্বাগত জানাতে নিজেই বিমানবন্দরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সন্ধ্যায় দু’দিনের সফরে ভারতে এসেছেন শেখ তামিম বিন হামাদ আল-থানি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কাতারের আমির মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন এবং মোদির সাথে আলোচনা করবেন।

নরেন্দ্র মোদি তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘আমার ভাই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলাম। ভারতে তার ফলপ্রসূ অবস্থান কামনা করছি এবং আগামীকাল (মঙ্গলবার) আমাদের বৈঠকের জন্য অপেক্ষা করছি।’

সংশ্লিষ্ট সূত্রের বরাতে এনডিটিভি বলছে, নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত সফর করছেন শেখ তামিম বিন হামাদ আল-থানি। এটি ভারতে কাতারের আমিরের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। এর আগে ২০১৫ সালের মার্চ মাসে ভারত সফর করেছিলেন তিনি।

বলা হচ্ছে, ভারত ও কাতারের মধ্যে বন্ধুত্ব, বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি এবং সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দেশ দু’টির মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post নির্বাচন যত বিলম্ব হবে দেশের সমস্যা তত বাড়বে: তারেক রহমান
Next post জুলাই আন্দোলনের ডকুমেন্টারি ভারতীয় মিডিয়ার জন্য চপেটাঘাত: শফিকুল আলম
Close