Read Time:2 Minute, 40 Second

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, খুনি হাসিনা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে। পরে বিপদের সময় তাদের ফেলে পালিয়ে গেছে। তাদের এবার শিক্ষা নিতে হবে, আপনি কোন নেতার পেছনে দাঁড়াবেন, কাদের হয়ে কাজ করবেন, কাদের পেছনে ছুটবেন। দেশের বাইরে থেকে আপনাদের উসকানি দেবে, তাতে যদি আপনারা মাঠে নামেন তাহলে আপনারাই ভুক্তভোগী হবেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের রাজনৈতিক দল এই ফেব্রুয়ারিতেই আসতে যাচ্ছে। আমরা আমাদের সহযোদ্ধা নাহিদ ইসলামকে আহ্বান জানিয়েছি ক্ষমতার চেয়ার ছেড়ে আমাদের জনতার কাতারে চলে আসতে। আমরা একটি নতুন রাজনৈতিক দল করতে করছি। বিগত সময়ে এ দেশে যে রাজনৈতিক চর্চা ছিল তা আবার নতুন করে দেখতে পাচ্ছি। এটি তাদের রক্তে মিশে গেছে। তাই আন্দোলনকারীদেরই রাজনৈতিক নেতৃত্ব দিতে হবে। যারা আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে তাদেরই নেতৃত্বে থাকতে হবে। নাহলে পেছনের সারির সুবিধাবাজ অযোগ্য বা কম দেশপ্রেমী যারা তারা এ জায়গাটা নিয়ে নেবে।

তিনি আরো বলেন, আমাদের কাছে খবর আছে, আমাদের সঙ্গে অনেক রাজনৈতিক দল আন্দোলনে ছিল, তারা এখন টাকা ও ক্ষমতার আশায় প্রশ্রয় দিচ্ছে। আমাদের কাছে অভিযোগ আছে বিভিন্ন থানার পুলিশ ও আদালতের বিচারক বিভিন্ন সুবিধার বিনিময়ে খুনিদের প্রশ্রয় দিচ্ছেন। আপনাদের-আমাদের লড়াইয়ে খুনি হাসিনা লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো খুনি হাসিনার কাছ থেকে আমাদের অসংখ্য শিক্ষা নেওয়ার আছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সাবেক প্রতিমন্ত্রী পলকের সব সম্পত্তি জব্দের আদেশ
Next post ট্রাম্পের সামনে মোদির হাত-পায়ে শিকল, তুমুল বিতর্ক ও নিষেধাজ্ঞা
Close