Read Time:2 Minute, 55 Second

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কয়েকদিনের মধ্যে দেশের সব সন্ত্রাসীকে জেলখানায় দেখতে চাই।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের ক্লিন করতে হবে। আমরা কয়েকদিনের মধ্যে দেশের সব সন্ত্রাসীকে জেলখানায় দেখতে চাই।

সারজিস আলম বলেন, খুনি হাসিনার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা এখনো সোশ্যাল মিডিয়ায় আমাদের যোদ্ধাদের হুমকি দিচ্ছে। আজকের পর থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোন ক্যাডার যদি আমার কোন ভাইকে হুমকি দেয়, পরদিন তাদের স্থান হবে জেলখানায়।

সারজিস আলম আরও বলেন, অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ইন্টেলিজেন্স যদি আজ রাতের মধ্যে গতকালকের হামলায় জড়িত খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে না পারে তাহলে আমাদের তাদের বিপক্ষে দাঁড়াতে হবে।

এ সমন্বয়ক বলেন, বিগত দিনে আমরা গ্রেপ্তার গ্রেপ্তার খেলা দেখেছি। একদল গ্রেপ্তার করে দুদিন পরে আদালতে খুনি হাসিনার দোসররা টাকার বিনিময়ে তাদের জামিন দেয়। হাইকোর্ট, সুপ্রিমকোর্টসহ প্রত্যেক জেলায় যত কোর্ট রয়েছে সেখান থেকে খুনি হাসিনার দোসরদের অপসারণ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের কোথাও আমাদের কোনো সহযোদ্ধার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে পুরো বাংলাদেশ আবার নতুন করে জেগে উঠবে।

এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা করে স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বাহাত্তরের সংবিধানেই ফ্যাসিবাদের বীজ: সংস্কার কমিশন
Next post প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার উদ্যোগ নিয়েছেন: ফখরুল
Close