রাজনৈতিক পটপরিবর্তনের সময় বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে লাগাতার যোগাযোগ ছিল বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
তিনি বলেন, নভেম্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে কথা হয়েছিল। সামরিক ক্ষেত্রে দু’পক্ষের মধ্যে যে সমন্বয় ছিল, তা সেরকমই আছে। ভারত বাংলাদেশের সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতির মধ্যে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে সোমবার (১২ জানুয়ারি) এভাবেই মুখ খুলেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
আর্মি ডে’-র উপলক্ষে সোমবার সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আর সেখানে ভারতীয় সেনাপ্রধানকে প্রশ্ন করা হয় বাংলাদেশ নিয়ে। প্রশ্নের জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, ‘বাংলাদেশ আমাদের প্রতিবেশী। দেশটির খুব ছোট্ট একটি অংশ ছাড়া পুরো সীমান্তজুড়েই রয়েছে ভারত। আমাদের সবসময় একসাথেই থাকতে হবে। একে অপরকে বুঝতেও হবে। এমন কোনো কিছু করা উচিত না, যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে।’
বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্প্রতি যে মন্তব্য করেছেন, সেটা তুলে ধরতে চাই। তিনি বলেছেন যে আমাদের জন্য কৌশলগতভাবে ভারত গুরুত্বপূর্ণ। আর উল্টোটাও ঠিক। কৌশলগতভাবে বাংলাদেশ আমাদের (ভারতের) জন্য গুরুত্বপূর্ণ। আমরা প্রতিবেশী। আমাদের একইসঙ্গে থাকতে হবে। আর এটা বুঝতে হবে যে কোনো রকম বৈরিতা প্রদর্শন করলে সেটা কোনো পক্ষের স্বার্থের জন্যই ভালো হবে না।
ভারতীয় সেনাপ্রধান জানান, বর্তমান পরিস্থিতিতে কিছুটা সময়ের জন্য দুই দেশের মধ্যে সামরিক মহড়া স্থগিত রাখা হয়েছে। যখন পরিস্থিতির উন্নতি হবে, তখন সেই যৌথ মহড়া চালানো হবে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো এবং ঠিকঠাক আছে।
More Stories
কাতারের আমিরকে ‘ভাই’ ডাকলেন মোদি, নিজেই হাজির বিমানবন্দরে!
আতিথেয়তার এক ‘বিরল দৃষ্টান্ত’ স্থাপন করে সোমবার (১৭ ফেব্রুয়ারি) কাতারের আমিরকে স্বাগত জানাতে নিজেই বিমানবন্দরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চান উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতীয় সরকার ‘অনীহা’ দেখালেও দেশটির উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ চান তাকে যেন স্বদেশে...
তৌহিদ হোসেন-জয়শঙ্কর বৈঠক: বাংলাদেশ-ভারত সম্পর্কে উদ্বেগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক। দ্বিপাক্ষিক সম্পর্কে উদ্বেগ ও চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে...
ট্রাম্পের সামনে মোদির হাত-পায়ে শিকল, তুমুল বিতর্ক ও নিষেধাজ্ঞা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্টুন ছাপা হয়েছিল তামিলনাড়ুর সাপ্তাহিক পত্রিকা ‘ভিকাটান’এ। আর এরপরই ওই সংবাদমাধ্যমের ওয়েবসাইট ব্লক করে দেয়ার অভিযোগ...
বাংলাদেশ নিয়ে উদ্বেগের কথা ট্রাম্পকে জানিয়েছেন মোদি: বিক্রম মিশ্রি
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন এবং এর পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে উদ্বেগের কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী...
বাংলাদেশের জনগণকে অগ্রাধিকার দিতে ভারতের প্রতি শশী থারুরের আহ্বান
ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা শশী থারুর বলেছেন, ভারত কোনও নির্দিষ্ট দল বা কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের চেয়ে সকল বাংলাদেশির...