দুর্নীতির অভিযোগ তদন্ত ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ১০টি বিশেষ যৌথ দল গঠন করেছে। সেগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি বিগত সরকারের সঙ্গে যুক্ত ১০টি ব্যবসায়ী গ্রুপের দুর্নীতির তদন্ত করবে।
প্রতিটি দলে তিনজন সদস্য থাকবেন, যার মধ্যে একজন হবেন দলনেতা। মূলত দুদক, সিআইডি এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমন্বয়ে এই দলগুলো কাজ করবে।
এখন পর্যন্ত ব্যাংক লুট, মেগা প্রকল্পের অর্থ অপব্যবহার এবং বিদেশে অর্থপাচারের অভিযোগ ওঠায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য ইতোমধ্যে চাওয়া হয়েছে।এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির তদন্ত চলছে।
এস আলম, বেক্সিমকো, বসুন্ধরা এবং আরো কয়েকটি ব্যবসায়ী গ্রুপের অনিয়ম ও পাচার হওয়া অর্থের তদন্ত করছে দলগুলো। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এই তদন্ত চলছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলা দায়ের ও অর্থ ফেরানোর উদ্যোগ নেয়া হবে। এ কাজের সমন্বয় করছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ওই সরকারের আমলে ঘটা দুর্নীতির অনুসন্ধান শুরু করে অন্তর্বর্তী সরকার। প্রথমে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ তদন্ত শুরু করে। তাতে ব্যাংক লুট, টাকা পাচার এবং ব্যাপক দুর্নীতির তথ্য বেরিয়ে আসে। গত সাড়ে ১৫ বছরে দেশে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেগুলো শুধু কেন্দ্রীয় ব্যাংক ও বিএফআইইউ’র পক্ষে তদন্ত করা সম্ভব নয়। ফলে আরো ১০টি বিশেষ দল গঠন করলো দুদক।
দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বলেন, নামে-বেনামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সাবেক মন্ত্রী-এমপিরা অস্বাভাবিক লেনদেন করেছেন। এর সঙ্গে কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ মেগা প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। শিগগিরই শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে।
More Stories
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেসসচিবের
আসন্ন সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না—এ প্রশ্নে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।...
‘সেভেন সিস্টার্স’ ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত
ভারত বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চায় মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘ভারতকে স্পষ্ট ভাষায়...
আমি ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, রাজনৈতিক বাধা আমাকে থামাতে পারবে না: আদালতে আনিস আলমগীর
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার সাংবাদিক আনিস আলমগীর আদালতে রিমান্ড শুনানিতে বলেছেন, আমি ক্ষমতাকে প্রশ্ন করতে...
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ: তারেক রহমান
ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি (ওসমান হাদি)–কে গুলি করার ঘটনাকে নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ বলে...
ডিসেম্বরের ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৭০ কোটি ডলার
ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে...
সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নিরাপদে থাকে: সালাহউদ্দিন
ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখা হচ্ছে না বরে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।...
