Read Time:3 Minute, 25 Second

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার সীমান্ত চেকপোস্ট প্রয়োজনীয় কাজ শেষ করে দ্রুত বাংলাদেশে ফিরে এসেছেন রাধারাণী মণ্ডল। তিনি একজন বাংলাদেশি নারী এবং স্কুল শিক্ষিকা। রাধারাণী ভারতে তার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। ভারতে অবস্থানকালে তিনি বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা, সীমান্ত বন্ধ করে দেওয়ার হুমকি-ধামকিসহ কিছু গুজব শুনে দ্রুত দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

রাধারাণী মণ্ডলের মতো অনেক বাংলাদেশি যাঁরা বিভিন্ন কারণে ভারতে গিয়েছিলেন, তাঁরা এখন তাড়াহুড়ো করে দেশে ফিরে আসছেন। বেশিরভাগই শুনেছেন যে, ভারতীয় উগ্রবাদীরা সীমান্ত বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে। এর ফলে সীমান্তে ফিরতি বাংলাদেশিদের মধ্যে ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া রোববার (১ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে। ফরিদপুরের বাসিন্দা রাধারাণী ২২ নভেম্বর ভারতে তাঁর আত্মীয়ের বাড়িতে যান। এর তিনদিন পর, বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরপর ভারতে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় এবং হিন্দুত্ববাদী দলগুলো সীমান্ত বন্ধের হুমকি দেয়। এসব শোনার পর রাধারাণী দ্রুত দেশে ফিরে আসেন।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক মুখপাত্র জানিয়েছেন, সীমান্ত বন্ধের যে সব গুজব ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন। তিনি বলেন, “যাদের বৈধ কাগজপত্র আছে, তাদের জন্য সীমান্ত খোলা রয়েছে। তবে যারা অনুপ্রবেশের চেষ্টা করবে, তাদের আটকে দেওয়া হবে।”

চট্টগ্রাম থেকে ভারতে যাওয়া সুকুমার টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, “গত সপ্তাহে আমি হাবরায় যাই আমার অসুস্থ ভাইকে দেখতে। আমার পরিবার চট্টগ্রামে আছে। সেখানে পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে। এসবের মধ্যেই আমাকে ভারতে যেতে হয়েছিল।”

কলকাতা থেকে ৮০ কিলোমিটার দূরের পেট্রাপোল বন্দরের বাংলাদেশ-ভারত সীমান্ত এখন বেশ ব্যস্ত। এই সীমান্ত দিয়ে শত শত বাংলাদেশি দেশে ফিরছেন। অন্যদিকে, বাংলাদেশ থেকে ভারতীয়রা তাদের নিজ দেশে যাচ্ছেন। ব্যবসা ও ভ্রমণের কাজে ভারতে যাওয়া তরুণদের একটি দলও জানিয়েছে, তারা সীমান্ত বন্ধের গুজব শোনার পর দেশে ফিরে আসছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post শেখ হাসিনার অর্থ পাচারের তথ্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে: প্রেস সচিব
Next post গ্রেনেড হামলায় খালাস পেয়ে তারেক রহমানের প্রতিক্রিয়া
Close