পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার সীমান্ত চেকপোস্ট প্রয়োজনীয় কাজ শেষ করে দ্রুত বাংলাদেশে ফিরে এসেছেন রাধারাণী মণ্ডল। তিনি একজন বাংলাদেশি নারী এবং স্কুল শিক্ষিকা। রাধারাণী ভারতে তার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। ভারতে অবস্থানকালে তিনি বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা, সীমান্ত বন্ধ করে দেওয়ার হুমকি-ধামকিসহ কিছু গুজব শুনে দ্রুত দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
রাধারাণী মণ্ডলের মতো অনেক বাংলাদেশি যাঁরা বিভিন্ন কারণে ভারতে গিয়েছিলেন, তাঁরা এখন তাড়াহুড়ো করে দেশে ফিরে আসছেন। বেশিরভাগই শুনেছেন যে, ভারতীয় উগ্রবাদীরা সীমান্ত বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে। এর ফলে সীমান্তে ফিরতি বাংলাদেশিদের মধ্যে ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া রোববার (১ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে। ফরিদপুরের বাসিন্দা রাধারাণী ২২ নভেম্বর ভারতে তাঁর আত্মীয়ের বাড়িতে যান। এর তিনদিন পর, বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরপর ভারতে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় এবং হিন্দুত্ববাদী দলগুলো সীমান্ত বন্ধের হুমকি দেয়। এসব শোনার পর রাধারাণী দ্রুত দেশে ফিরে আসেন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক মুখপাত্র জানিয়েছেন, সীমান্ত বন্ধের যে সব গুজব ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন। তিনি বলেন, “যাদের বৈধ কাগজপত্র আছে, তাদের জন্য সীমান্ত খোলা রয়েছে। তবে যারা অনুপ্রবেশের চেষ্টা করবে, তাদের আটকে দেওয়া হবে।”
চট্টগ্রাম থেকে ভারতে যাওয়া সুকুমার টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, “গত সপ্তাহে আমি হাবরায় যাই আমার অসুস্থ ভাইকে দেখতে। আমার পরিবার চট্টগ্রামে আছে। সেখানে পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে। এসবের মধ্যেই আমাকে ভারতে যেতে হয়েছিল।”
কলকাতা থেকে ৮০ কিলোমিটার দূরের পেট্রাপোল বন্দরের বাংলাদেশ-ভারত সীমান্ত এখন বেশ ব্যস্ত। এই সীমান্ত দিয়ে শত শত বাংলাদেশি দেশে ফিরছেন। অন্যদিকে, বাংলাদেশ থেকে ভারতীয়রা তাদের নিজ দেশে যাচ্ছেন। ব্যবসা ও ভ্রমণের কাজে ভারতে যাওয়া তরুণদের একটি দলও জানিয়েছে, তারা সীমান্ত বন্ধের গুজব শোনার পর দেশে ফিরে আসছেন।
More Stories
বাংলাদেশের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি: মুখ খুললেন ভারতীয় সেনাপ্রধান
রাজনৈতিক পটপরিবর্তনের সময় বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে লাগাতার যোগাযোগ ছিল বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, নভেম্বরে ভিডিও...
মনমোহন সিং ভারতের প্রথম এবং একমাত্র অহিন্দু প্রধানমন্ত্রী
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি...
অবৈধ বাংলাদেশি ইস্যুতে উত্তপ্ত দিল্লি, বিজেপি-আপের সংঘাত চরমে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থী ইস্যু নিয়ে বিজেপি ও সেখানকার ক্ষমতাসীন আম আদমি পার্টির...
বাংলাদেশের জনগণই দুই দেশের সম্পর্কের প্রধান অংশীদার: ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত জোর দিয়ে বলছে যে, বাংলাদেশের জনগণই দুই দেশের সম্পর্কের প্রধান অংশীদার। ভারতের...
মোদীর ‘বিজয় দিবসের’ বার্তা ঘিরে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসকে ১৯৭১ সালে 'ভারতের ঐতিহাসিক বিজয়' বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্ট্যাটাস দেয়ার পর...
শেখ হাসিনাকে আশ্রয় কেন, প্রশ্ন উঠছে ভারতে
ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রী...