সাধারণ সৈনিকেরা গুলি করতে অস্বীকার করেছিল বলে এই গণ-অভ্যুত্থান সফল হয়েছে। ফলে সৈনিকদের অভিপ্রায়, যারা শ্রমিকের সন্তান, যারা কৃষকের সন্তান তাদের অভিপ্রায়ের সঙ্গে আমরা এখানে যারা একত্র হয়েছি, আমাদের অভিপ্রায়ের কোনো পার্থক্য নেই। আজ শুক্রবার এক অনুষ্ঠানে এ কথা বলেছেন কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার। তিনি গণ–অভ্যুত্থানের অভিপ্রায় অনুযায়ী গঠনতন্ত্র চালু করতে বলেছেন।
সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘দুর্নীতি ও রাষ্ট্রপতি বা সংস্কার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন ফরহাদ মজহার। সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ এ বৈঠকের আয়োজন করে।
ফরহাদ মজহার বলেন, সংবিধান শব্দটি পরিবর্তন করতে হবে। এটি ঔপনিবেশিক শব্দ। ব্রিটিশ শাসকেরা সংবিধান নামে আইন চাপিয়ে দিয়ে শাসন চালাত; কিন্তু গণতন্ত্রে শাসনের অস্তিত্ব নেই। সংবিধানের আভিধানিক অর্থ হবে গঠনতন্ত্র। জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে জনগণের রাষ্ট্র গঠনের অভিপ্রায়ই ব্যক্ত হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নতুন একটি গঠনতন্ত্র উপহার দেওয়া বলে মন্তব্য করেন ফরহাদ মজহার। এর পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, জনগণের অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। নতুন গঠনতন্ত্রে জনগণের অভিপ্রায়কে বাস্তবায়ন করতে হবে। এই গঠনতন্ত্র বৃহৎ হতে হবে এমন নয়। এটি মাত্র ১৬ পাতারও হতে পারে। রাষ্ট্র কী করতে পারবে আর কী করতে পারবে না, জনগণকে কী ক্ষমতা দেওয়া হলো আর রাষ্ট্রকে কী ক্ষমতা দেওয়া হলো—সেই বিষয়গুলো গঠনতন্ত্রে স্পষ্ট করে লিখিত থাকবে। রাষ্ট্র জনগণের জীবন ও জীবিকা নিশ্চিত করবে। ব্যক্তির স্বাধীনতা হরণ করতে পারবে না।
ফরহাদ মহজার বলেন, ‘এই যে সরকার, যেটা সেনা–সমর্থিত উপদেষ্টা সরকার। আপনারা অনেকে তত্ত্বাবধায়ক সরকার বলছেন, এটা তত্ত্বাবধায়ক সরকার নয়, এটা সেনা–সমর্থিত উপদেষ্টা সরকার। এই সরকার টিকে আছে, যেহেতু এখনো পর্যন্ত আমাদের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান তিনি ভালো মানুষ, তিনি সাপোর্ট করে যাচ্ছেন। তিনি যদি সমর্থন না করেন এই সরকার পড়ে যাবে। তাঁর শুভবুদ্ধির ওপর ভিত্তি করে এটা দাঁড়িয়ে আছে। ফলে সেনা–সমর্থিত উপদেষ্টা সরকার আছে, আমরা সেনা–সমর্থিত উপদেষ্টা সরকার চাই না। আমাদের সৈনিকেরাও চায় না। সাধারণ সৈনিকেরা গুলি করতে অস্বীকার করেছিল বলে এই গণ-অভ্যুত্থান সফল হয়েছে। ফলে সৈনিকদের অভিপ্রায়, যারা শ্রমিকের সন্তান, যারা কৃষকের সন্তান তাদের অভিপ্রায়ের সঙ্গে আমরা এখানে যারা একত্র হয়েছি, আমাদের অভিপ্রায়ের কোনো পার্থক্য নেই।’
বর্তমান অন্তর্বর্তী সরকার সারা বিশ্বের কাছে অবৈধ উল্লেখ করে ফরহাদ মহজার বলেন, ‘অভিযোগ উঠতে পারে, অবৈধভাবে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কাজেই এই সংবিধানের অধীন আমরা অন্তর্বর্তী সরকার চাই না। এই সংবিধান আমাদের জন্য বিপজ্জনক। এই সংবিধান দিল্লি এবং ইন্দো-আমেরিকান-ইসরায়েলের আগ্রাসন থেকে আমাদের রক্ষা করতে পারবে না। সুতরাং অবিলম্বে এই সংবিধান বাতিল করে, সেনাবাহিনী–সমর্থিত অন্তর্বর্তী সরকারের ধারণা থেকে বের হয়ে এসে পরিপূর্ণ স্বাধীন সরকার হিসেবে ঘোষণা দিতে হবে। সেই সরকারের প্রতি আমাদের সমর্থন সহযোগিতা পরিপূর্ণভাবে থাকবে।’
ফরহাদ মজহার বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের সর্বজনীন আদর্শের মাধ্যমে রাষ্ট্র গঠন করা; কিন্তু তা করা হয়নি। ভাষা, ধর্ম, বর্ণ যেকোনো জাতীয়তাবাদভিত্তিক রাষ্ট্র উগ্রতা ও বিচ্ছিন্নতাবোধের সৃষ্টি করে। ফ্যাসিবাদের জন্ম দেয়। আমরা মুক্তিযুদ্ধের ওই সর্বজনীন আদর্শের ভিত্তিতে একটি রাজনৈতিক জাতিগোষ্ঠী ও সমাজ গঠন করতে চাই। যেখানে প্রত্যেকে বিশ্বাস, আদর্শ ও শ্রেণি–পেশার মানুষ তাদের নিজস্ব অধিকার নিয়ে বেঁচে থাকবে। স্বাধীন রাজনৈতিক জাতিগোষ্ঠীর বোধ যতক্ষণ না জনগণের চেতনায় আসবে, ততক্ষণ জনগণের প্রকৃত বিজয় অর্জন সম্ভব হবে না।’
বড় দল হিসেবে বিএনপিকে আরও দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেন ফরহাদ মজহার। বিএনপি কেন এই রাষ্ট্রপতিকে রাখতে চায়, তা বোধগম্য নয় বলে উল্লেখ করেন তিনি। ফরহাদ মজহার বলেন, রাষ্ট্রপতি যখন বলেছেন প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র তাঁর কাছে নেই, তখন থেকেই তাঁর আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। এই সরকার বিপ্লবের মধ্য দিয়ে এসেছে। সেটিই তাদের সবচেয়ে বড় বৈধতা, সাংবিধানিক ধারাবাহিকতার দায় তাদের নেই। তারা রাষ্ট্রপতিকে বিদায় দেওয়ার ঘোষণা দিতে পারে। অধ্যাদেশ নয় ঘোষণা দিতে হবে। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সামরিক সরকার যদি অধ্যাদেশ জারি করে সরকার চালাতে পারে, তবে গণ-অভ্যুত্থানে গঠিত সরকারও ঘোষণা দিয়ে তাদের কার্যক্রম চালাতে পারবে এবং সেটি বৈধ বলে গণ্য হবে। এই বৈধতার আইনি ভিত্তি রয়েছে।
কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, সর্বস্তরের জনগণের অভিপ্রায় অনুসারে গঠনতন্ত্র সম্পর্কে গণপরিষদ নির্বাচন করতে হবে। এর পরে হবে সরকার গঠনের নির্বাচন। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবেছবি: দীপু মালাকার
নির্বাচন প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, আগে গঠনতন্ত্র তৈরি করতে হবে। সর্বস্তরের জনগণের অভিপ্রায় অনুসারে গঠনতন্ত্র সম্পর্কে গণপরিষদ নির্বাচন করতে হবে। এরপর হবে সরকার গঠনের নির্বাচন।
More Stories
এক বছরের মধ্যে নির্বাচন চায় ৬১ শতাংশ মানুষ
৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অগাস্টের ৮ তারিখ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী...
নির্বাচনে যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে। সাবেক স্বৈরাচার দেশি-বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র...
অন্তর্বর্তী সরকার ফেল করলে আমাদের বিপদ আছে : এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হারিয়ে যাওয়া গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য লড়াই করাই...
উগ্রবাদীদের সাথে সরকারের একটি অংশ মিলে হিন্দুদের উচ্ছেদে চেষ্টা চালাচ্ছে: চিন্ময় কৃষ্ণ দাস
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অভিযোগ করেছেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরে যেখানেই আন্দোলন হয়েছে, সেখানেই...
আ.লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর
আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে...
গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না। বিশ্বের কোথাও গুমের সঙ্গে জড়িতরা...