Read Time:1 Minute, 33 Second

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসনাত আবদুল্লাহ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) রাতে ঘরোয়া আয়োজনে তার বিয়ে সম্পন্ন হয়। হাসনাতের স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া হাসনাত সেখান থেকেই পড়াশোনা শেষ করেন। গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে তিনি নেতৃত্বস্থানীয় ভূমিকায় ছিলেন। পরে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দিয়ে পরিচিতি পান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক তারিকুল ইসলাম শনিবার সন্ধ্যায় হাসনাতের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘গতকাল রাতে ঘরোয়া আয়োজনে হাসনাত আবদুল্লাহর বিয়ে সম্পন্ন হয়েছে। তার স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।’

হাসানাত

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, যে বিষয়ে অবহিত করলেন সেনাপ্রধান
Next post ‘শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে’
Close