Read Time:2 Minute, 16 Second

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে (বোমা মানিক) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল।

গণমাধ্যমে পাঠানো র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে সুনামগঞ্জ সদর থানায় মহিবুর রহমান মানিকের বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক এমপিকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মুহিবুর রহমান মানিক প্রথমে ন্যাশনাল আওয়ামী পার্টি এবং পরে গণতন্ত্রী পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯০ সালে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসন থেকে গণতন্ত্রী পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার অংশগ্রহণ করে পরাজিত হন মানিক। ১৯৯৪ সালে গণতন্ত্রী পার্টি বিলুপ্তির পর বাংলাদেশ আওয়ামী লীগ যোগ দেন তিনি।

মহিবুর রহমান মানিক ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার এমপি নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হন তিনি। এরপর ২০০৮ সাল থেকে পরপর চারটি নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসন থেকে দলটির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বিএনপি নেতা শাহাদাতকে চট্টগ্রামের মেয়র ঘোষণা করে বিজ্ঞপ্তি
Next post টানা ২৪ দিনের রিমান্ডে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক
Close