ঢাকা-১৮ আসনের সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসানের ছেলের শ্বশুরবাড়ি থেকে ১ কোটি ১৬ লাখ টাকা এবং বড় অঙ্কের বিদেশি মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সেখান থেকে দুটি গাড়িও জব্দ করা হয়।
সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহজাদা খান সাজ্জাদ, তৌজিদুল ইসলাম ও সাইফুল ইসলাম। তাদের বরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অভিযান চালানো বাড়িটি সাবেক এমপি হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরের। জব্দ টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি দুটি হাবিব এবং তাঁর পরিবারের সদস্যরা ব্যবহার করতেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের কাছে তথ্য আসে, ওই বাড়িতে পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেটসহ অস্ত্র-গুলি রয়েছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা, বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তিনটি নেভি ব্লু রঙের বুলেটপ্রুফ জ্যাকেট, যার সামনে ও পেছনে ইংরেজিতে ‘পুলিশ’ লেখা এবং দুটি গাড়ি– ল্যান্ড ক্রুজার ও হ্যারিয়ার জব্দ করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান সমকালকে বলেন, সাবেক এমপি হাবিব, তাঁর ছেলে আবির এবং গ্রেপ্তার তিন আসামিসহ তাঁর আত্মীয়স্বজনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তারা হলেন কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ এবং কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউপি সাবেক চেয়ারম্যান সিরাজদৌল্লাহ।
গত রোববার রাতে শহরের তারাবনিয়া ছড়া এলাকা থেকে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সোমবার ভোরে পিএমখালী এলাকা থেকে আব্দুল্লাহকে এবং উত্তর ধুরুং এলাকা থেকে সিরাজদৌল্লাহকে পিস্তল, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
সাহাব উদ্দিন ও আব্দুল্লাহর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে রয়েছে। গ্রেপ্তারের পর গতকাল দুপুরে আব্দুল্লাহকে সদর মডেল থানা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁর অনুসারীরা। পরে পুলিশ ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম জানান, সাহাব উদ্দিন ও আব্দুল্লাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
More Stories
খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সকল অনুরোধ পূরণ করছে সরকার: প্রেস সচিব
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তার পরিবারের সকল অনুরোধ অন্তর্বর্তী সরকার পূরণ করছে বলে জানিয়েছেন...
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন শুরু রোববার
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হচ্ছে রোবিবার (৭ ডিসেম্বর)।...
ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে
ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান করা নিয়ে মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী...
কেউ যেন আমাদের ওপর কোনো দাদাগিরি করতে না আসে: ডা. শফিকুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ভয় করি শুধু আল্লাহ তায়ালাকে। বাকি যাদের কথা বলেন, তাদেরকে আমরা...
পারস্পরিক বোঝাপড়ায় বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে: প্রণয় ভার্মা
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়...
ছাত্রশক্তির নেত্রী জেদনীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী...
