২০০৯ সালে মাত্র ৫ মাস দায়িত্ব পালন করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ পদত্যাগ করেছিলেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে তিনি নিজের পদত্যাগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।
সোহেল তাজ বলেন, যেদিন আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম, সেদিন আমি কেঁদেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম, এটি একটি বড় দায়িত্ব। দেশের জন্য কিছু করতে চাইছিলাম, কিন্তু আমার ও দলের ওপর অনেক চাপ ছিল।
তিনি আরো বলেন, আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না। আমি মাঠের রাজনীতি থেকে এসেছি, এবং প্রথমবার নির্বাচিত হওয়ার সময় আমাদের দল মাত্র ৫৮টি আসন পেয়েছিল। বিরোধী দলে থাকার সময় অনেক কষ্ট সহ্য করতে হয়েছে।
মন্ত্রিত্ব ছেড়ে দেয়ার কারণ জানাতে গিয়ে সোহেল তাজ বলেন, আমি দুর্নীতি ও অনিয়ম দেখেছি। বিডিআর বিদ্রোহের তদন্তকাজে আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। পুলিশ কর্তাদের নির্দেশ দেয়া হয়েছিল যেন তারা আমার কথা না শোনেন। তাই মনে হচ্ছিল, আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, পদত্যাগের পর আমার পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছিল না। তাই যুক্তরাষ্ট্র চলে যাই। সেখান থেকে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বললাম। আমি বারবার বলছিলাম, আমাকে ছেড়ে দিন কিন্তু তিনি বললেন, ‘না, তোমাকে থাকতে হবে। এরপর তিনি গান গাইলেন, ‘আমি তোমাকে ছাড়ব না, আমি কাউকে ছাড়ি না’। শুনে আমি অবাক হয়ে গেলাম। এটা কি হুমকি, না ভালোবাসা?
সোহেল তাজের কথায় আরো জানা যায়, পদত্যাগের পর আমি নানাভাবে নাজেহাল হয়েছি। আমার বিরুদ্ধে প্রচারণা চলছিল এবং বাংলাদেশে ফিরলে গোয়েন্দারা আমাকে অনুসরণ করত। তখন আতঙ্কের মধ্যে ছিলাম। আমার এক ভাগিনাও গুম হয়ে গিয়েছিল।
More Stories
সরকারকে সময় দিতে হবে : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগের তত্ত্বাবধায়ক সরকার আর বর্তমান সরকার এক নয়। এ সরকার এসেছে একটি সংকটময়...
সোহরাওয়ার্দী উদ্যানে নয়— বইমেলা হচ্ছে কোথায়?
গত এক দশক ধরে বাংলা একাডেমির পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হচ্ছে অমর একুশে বইমেলা। তবে আগামী বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে...
শেখ হাসিনাকে গ্রেপ্তারে ‘রেড অ্যালার্ট’ চেয়ে ইন্টারপোলে চিঠি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য রেড অ্যালার্ট নোটিশ চেয়ে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা- ইন্টারপোলকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার...
ঢালাও গায়েবি মামলায় সরকার বিব্রত: আসিফ নজরুল
৫ আগস্টের পর ঢালাওভাবে মামলা হওয়ার বিষয়টিকে সঠিক মনে করছেন না আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১২ নভেম্বর)...
সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেপ্তার
বরগুনা-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১১ নভেম্বর)...
উপদেষ্টা না পেলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারী রংপুরের সমন্বয়কদের
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রংপুর বিভাগ থেকে নিয়োগ দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। এ বিভাগ থেকে...