Read Time:12 Minute, 21 Second

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক মন্ত্রী, এমপি ও নেতাদের পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন দুইজন সাংবাদিক৷ আদালতে হাজিরের সময় তাদের নিরাপত্তা ও যথাযথ আইনি অধিকার পাওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে৷ আটক নেতাদের অনেকে আদালত প্রাঙ্গণে পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই শারীরিক হামলার শিকার হয়েছেন৷

এদিকে আটক আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াচ্ছেন না বলে জানা গেছে৷ দুই-একজন চেষ্টা করলেও তারা শেষ পর্যন্ত বক্তব্য রাখতে পারেননি বলে অভিযোগ রয়েছে৷ এসব ঘটনা মানবাধিকারের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন অধিকারকর্মীরা৷

আইনজীবীরা কেন গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে আদালতে দাঁড়াচ্ছেন না সেই বিষয়ে জানতে অন্তত দুইজন আইনজীবীর সঙ্গে কথা বলেছে ডয়চে ভেলে৷ নাম প্রকাশ না করার শর্তে তারা জানিয়েছেন, আদালত এলাকায় আওয়ামী লীগপন্থি আইনজীবীরা ভয়ে আসছেন না৷ কেউ সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপিদের পক্ষে দাঁড়ালে তাদের ‘দালাল ট্যাগ’ দেওয়া হবে এই ভয়ে নির্দলীয় আইনজীবীরাও এই সময়ে ঝুঁকি নিতে চাইছেন না৷

বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে শুক্রবার রাতে আটক হন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক৷ শনিবার স্থানীয় সময় বিকালে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হয়৷

টেলিভিশন চ্যানেল সময় টিভির এক ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশের গাড়ি থেকে নামার পরই সাবেক এই বিচারপতির ওপর হামলে পড়েন অনেকে৷ পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই তার মাথায় আঘাত করা এবং তার দিকে জুতা ছুড়ে মারছেন অনেকে৷ একপর্যায়ে দেখা গেছে, নিরপত্তার জন্য পুলিশের দেয়া হেলমেটটি খুলে ফেলা হয়েছে৷ এই অবস্থায় প্রচণ্ড ধাক্কাধাক্কির মধ্যে টেনে হিঁচড়ে তাকে আদালত ভবনে প্রবেশ করানো হয়৷

বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারাজানা রূপাকে ২১ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়৷ পরে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়৷ ২২ আগস্ট তাদেরকে আদালতে হাজির করার সময় ফারজানা রূপাকে পুলিশি নিরাপত্তার মধ্যেই ঘুসি মারা হয়৷ তার স্বামী শাকিল আহমেদ সেসময় চিৎকার করে এই ঘটনার বিচার চান৷

তার আগে সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের যগ্ম সম্পাদক ডা. দীপু মনিকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়৷ আদালত এলাকায় তার ওপর চড়াও হন একদল আইনজীবী৷ তার ওপর ডিম নিক্ষেপ ছাড়াও, শারীরিকভাবে হেনস্থা করা হয়৷ ওই সময় আইনজীবী ও পুলিশ ছাড়া বাইরের তেমন কোনো লোককে দেখা যায়নি৷

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আদালতে হাজির করা হলে আদালত চত্বরে তারা হেনস্থার শিকার হন৷ তাদের দিকে জুতাও নিক্ষেপ করা হয়৷

এইসব ঘটনায় আসামিদের ঘিরে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিত দেখা গেলেও আক্রমণ থেকে তারা রক্ষা পাননি৷ আর এক্ষেত্রে অভিযোগের তীরটি আইনজীবীদের দিকে৷ নাম প্রকাশ না করার শর্তে একজন আইনজীবী বলেন, বিগত সরকারের মন্ত্রী এমপিদের আদালতে হাজির করার খবর পেলেই একদল আইনজীবী আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকেন৷ হাজতখানা থেকে যখন আদালতে হাজির করা হয় তখন তারা আসামিদের ঘিরে ধরে নানা স্লোগান ও কটূক্তি করেন৷ হেনস্থা করেন৷

তিনি বলেন, তখন বিপুল সংখ্যক পুলিশ এবং আসামিদের হেলমেট ও ভেস্ট পরানো থাকলেও তারা রক্ষা পান না৷ তাদের ওপর ইটের টুকরা, জুতা, ডিম নিক্ষেপ ছাড়াও তাদের সরাসরি কিল ঘুসি দেয়া হয়৷ শুধু দুইজন সাবেক সামরিক অফিসার ছাড়া সবাই কোনো না কোনোভাবে শারীরিক হেনস্থার শিকার হয়েছেন৷ একমাত্র সাবেক সামরিক অফিসার জিয়াউল আহসানের পক্ষে তার বোন আইনজীবী হিসেবে আদালতে দাঁড়িয়েছিলেন৷ তবে তিনিও দ্রুত আদালত ত্যাগ করেন৷

অন্যদিকে ডা. দীপু মনিকে যেদিন আদালতে হাজির করা হয় সেদিন আসামিদের বিপক্ষের আইনজীবীদের মধ্যে সংবাদমাধ্যমে কে আগে বক্তব্য দেবেন তা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে৷

অন্যদিকে ২২ আগস্ট সুপ্রিম কোর্টের আওয়ামী লীগপন্থি আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলামকে আইনজীবী ভবনে ছুরিকাঘাত করা হয়েছে৷ সুপ্রিম কোর্টেও আওয়ামী লীগপন্থি আইনজীবীরা ভয়ের কারণে আসতে পারছেন না বলে দাবি করছেন অনেকে৷

মানবাধিকারকর্মী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেন, যাদেরকে আদালতে আনা হয়েছে তাদের কিল, ঘুসি মারাসহ নানাভাবে হেনস্তা করা হচ্ছে৷ আর এটা খুবই দুঃখজনক যে কোনো কোনো আইনজীবী ওইসব ঘটনায় যুক্ত হয়ে পড়েছেন৷ নারীদের ওপরও হামলা হয়েছে৷ এটা দুঃখজনক এবং এর নিন্দা জানাই৷

এই আইনজীবীর মতে, এখানে পুলিশ ও বিচার ব্যবস্থায় যারা আছেন তাদের আদালত এলাকায় নিয়ন্ত্রণ আনতে হবে৷ নিরাপদ করতে হবে৷ এইসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করেন৷ তিনি আরো বলেন, আবার অভিযুক্তদেরকে তাদের আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে দেয়া হচ্ছে না৷ এতে তো বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়৷

এদিকে আসামিদের উপর হামলা, তাদেরকে হেনস্থা করার ঘটনাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর এবং আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো আলী রীয়াজ৷ অভিযুক্ত ব্যক্তির নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি৷

শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে ড. রীয়াজ লিখেছেন, আদালত প্রাঙ্গণে এবং আদালতে সংঘটিত সাম্প্রতিক ঘটনাবলীকে আমি উদ্বেগজনক বলে মনে করি৷ যেকোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তির ন্যায়বিচার প্রাপ্তি যেমন অধিকার তেমনি তার নিরাপত্তা বিধান সরকারের দায়িত্ব৷ আটক ব্যক্তিদের আদালতে হাজির করার সময় এমন ব্যবস্থা গ্রহণ করা দরকার যাতে করে এই ধারণা তৈরি না হয় যে, তিনি ন্যায়বিচার বঞ্চিত হতে পারেন৷

মানবাধিকারকর্মী নূর খানের মতে, আসামির উপর হামলা মানবাধিকারের লঙ্ঘন৷ হামলার ঘটনায় আইনজীবীদের সংশ্লিষ্টতার বিষয়টিকে দুঃখজনক বলেও মন্তব্য করেন এই মানবাধিকারকর্মী৷

আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান বলেন, আদালত এলাকায় কোনো কোনো আসামিকে চরম হেনস্তা করার অভিযোগ আমরা পাচ্ছি৷ সবচেয়ে দুঃখজনক হলো, আইনজীবীরাও চড়াও হচ্ছেন৷ এটি একটি সভ্য সমাজে কাম্য নয়৷ এটা মানবাধিকারের লঙ্ঘন৷

তিনি আরো বলেন, এতে ন্যায়বিচার বাধাগ্রস্ত হবে এবং আত্মপক্ষ সমর্থনের অধিকার, আইনজীবী নিয়োগের অধিকার সব আসামিরই আছে৷

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক হামলার ঘটনাকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ‘মানুষের ক্ষোভ এবং ঘৃণার বহিঃপ্রকাশ’ হিসেবে দেখছেন৷ তবে সেইসাথে আসামিদের নিরাপত্তা প্রদানের দাবি জানান তিনি৷

সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, তাদের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ ও ঘৃণা তার বহিঃপ্রকাশ হিসেবে আদালত এলাকায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে৷ আর ঘৃণার কারণেই অনেক আসামি আইনজীবী পাচ্ছেন না৷ তাদের পক্ষে আইনজীবীরা দাঁড়াচ্ছেন না৷ তবে তাদের নিরাপত্তাহীনতা ও ঘৃণা প্রশমনের ব্যবস্থা করতে হবে৷

তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাদের জন্য আইনজীবী নিয়োগ করা৷ তারা যাতে আত্মপক্ষ সমর্থন করতে পারেন তার ব্যবস্থা করা৷ সেটা না করা হলে ন্যায়বিচার বাধাগ্রস্ত হবে৷

আসামিদের নিরাপত্তার ব্যাপারে ডেপুটি পুলিশ কমিশনার (আদালত) আনিসুর রহমান বলেন, আমরা আসামিদের নিরাপত্তায় প্রচুর পুলিশ ফোর্স রাখছি৷ আসামিদের হেলমেট ও ভেস্ট পরানো হচ্ছে৷ তারপরও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে৷ সব পক্ষকে সহনশীল হতে হবে৷ তা না হলে এগুলো রোধ করা সম্ভব নয়৷

তবে তিনি দাবি করেছেন, ডিম নিক্ষেপ ছাড়া তেমন কোনো হামলার ঘটনা ঘটেনি৷ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব ঘটনার ব্যাপারে কোনো মামলা হয়নি বা কেউ অভিযোগও করেননি৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post এ এক অন্যরকম বাংলাদেশ: টিএসসিতে ত্রাণ দিতে মানুষের ঢল, নগদ সংগ্রহ ৮৬ লাখ টাকা
Next post যতদিন পর ভারতে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা
Close