যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আর একশ দিনও বাকি নেই। এরই মধ্যে গত ২১ জুলাই প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রট দলের প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন।
রিপাবলকিান দলের প্রার্থী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতোদিন ৮১ বছর বয়স্ক বাইডেনের স্বাস্থ্য নিয়েই কটাক্ষ করে আসছিলেন। তিনি তাকে প্রায়ই অসহায় বৃদ্ধ বলে উপহাস করতেন। কিন্তু কমলা হ্যারিস ট্রাম্পের দুই দশকেরও বেশি ছোট। এ কারণে ট্রাম্পকে হঠাৎ একেবারে ভিন্ন পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।
ট্রাম্প ও রিপাবলিকান দলকে খুব দ্রুতই তাদের কৌশলে পরিবর্তন আনতে হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে কমলাকে কীভাবে আক্রমণ করা যায় তারা এখনও তা নির্ধারণের প্রস্তুতি নিচ্ছেন। যদিও ট্রাম্প ইতোমধ্যে কমলাকে আক্রমণ করতে গিয়ে তাকে মিথ্যুক ও বামপন্থী-পাগল হিসেবে বর্ণনা করেছেন।
ট্রাম্প বুধবার আফ্রিকান আমেরিকান সাংবাদিকদের সঙ্গে গোলটেবিল আলোচনায় যোগ দিতে শিকাগো যাচ্ছেন। সেখানে তিনি কমলার প্রতি আক্রমণে আরও তীব্র হবেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এছাড়া সেখানে অর্থনীতি, অভিবাসন, জ্বালানি, আইন-শৃঙ্খলা এবং পররাষ্ট্র নীতিতে আমেরিকান ফাস্ট পলিসি বাস্তবায়নের মাধ্যমে সাম্প্রতিক ইতিহাসে অন্য যেকোনো প্রেসিডেন্টের চেয়ে কীভাবে তিনি কালো আমেরিকানদের জন্যে বেশি করেছেন তার ব্যাখ্যা করবেন।
এদিকে এক সময়ে ট্রাম্পের কট্টর সমালোচক কিন্তু বর্তমানের রানিং মেট ৩৯ বছর বয়স্ক ভেন্স নানাভাবে কমলা হ্যারিসকে আক্রমণ করে যাচ্ছেন। তিনি ‘সন্তানহীন বিড়াল মহিলাদের’ উপহাস করে বলছেন যে, যারা শিশুবিহীন তারা শাসনের জন্যে কম উপযুক্ত কারণ তারা দু:খী এবং দেশে তাদের সরাসরি অংশীদারিত্ব নেই।
তবে সাম্প্রতিক এক মন্তব্যে ভেন্স প্রতিদ্বন্দ্বিতায় কমলা হ্যারিসের প্রবেশকে রিপাবলিকানদের জন্যে ‘অপ্রত্যাশিত আঘাত’ হিসেবে বর্ণনা করেন। এদিকে কমলা হ্যারিস বুধবার সন্ধ্যায় হিউস্টন ও টেক্সাসে আফ্রিকান আমেরিকান শিক্ষার্থীদের সমাবেশে বক্তব্য রাখবেন।
More Stories
অভ্যুত্থানে ইউনিক নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান: মির্জা ফখরুল
ছাত্র-জনতার অভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘ইউনিক নেতৃত্ব’ দিয়েছেন বলে মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...
বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় আমেরিকানরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালাবে ভারতীয় আমেরিকানরা। বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে...
দায়িত্ব নেয়ার পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। শুক্রবার...
সম্পাদকীয়: তারেক রহমানের বক্তব্যের
- কাজী মশহুরুল হুদা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার...
হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প
চার বছর পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নাটকীয় প্রত্যাবর্তনে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ২১০, কমলা ১১৩
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। ইতিমধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে কে জয় পেতে যাচ্ছেন, এমন পূর্বাভাসও আসছে বিভিন্ন গণমাধ্যমের খবরে। অ্যাসোসিয়েটেড...