সারা দেশের সাধারণ এবং নিরীহ ছাত্ররা গুটিকয়েক সন্ত্রাসীদের কাছে জিম্মি থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার নেতারা। তারা বলেছেন, ‘যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।’
বুধবার (১৭ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার সমন্বয়ক নাজমুল হাসান বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে সরকার ভিন্ন খাতে প্রবাহিত করতে নানান ষড়যন্ত্র করছে৷ সরকার দলীয় ছাত্র সংগঠন সারা দেশের নিরীহ ছাত্রদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ গুলি করে বেরোবির শিক্ষার্থী আবু সাইদকে হত্যা করেছে। জনতার আদালতে একদিন এসবের বিচার হবেই।’
তারা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অতি উৎসাহী আচরণ করছেন। ছাত্রলীগের গুন্ডাদের প্রটেকশন দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করার সুযোগ করে দিচ্ছে, যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গত কয়েকদিনে ছাত্রলীগের নির্মম হামলায় সারা দেশের বিশ্ববিদ্যালয়ে এবং কলেজে অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছেন। এমনকি ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগেও আহত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় ছাত্রলীগ হামলা চালিয়েছে। যৌক্তিক আন্দোলন বাধাগ্রস্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করার পরও তারা পরাজিত হয়েছে। শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির পক্ষে সাধারণ মানুষ অকুণ্ঠ সমর্থন জানিয়েছে।’
সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবি অবিলম্বে সংসদে আইন পাস করার মাধ্যমে কার্যকর করার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি জয়ের দ্বারপ্রান্তে রয়েছে।’
একই সঙ্গে বৃহস্পতিবারের সর্বাত্মক শাট ডাউন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের আহ্বানও জানান তারা।
More Stories
ছাত্রলীগের পদধারীদের গণগ্রেপ্তারের পক্ষে নন সারজিস
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের পদধারীদের গণহারে গ্রেপ্তার সমর্থন করেন না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই স্মৃতি...
বিচারপতি জুবায়ের রহমানকে প্রধান করে ইসি পুনর্গঠনে সার্চ কমিটি
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই কমিটি নির্বাচন কমিশন (ইসি)...
লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল যাবে বলে জানা...
গুরুত্বপূর্ণ জায়গায় দোসরদের রেখে সংস্কার সম্ভব নয়: তারেক রহমান
অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে পরাজিত শক্তি ও তার দোসররা কাজ করছে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান...
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জনতার দাবি: সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কেউ কেউ আওয়ামী লীগকে ঐতিহ্যবাহী দল বলে দাবি করেন। কিন্তু তাদের ঐতিহ্য হলো...
আওয়ামী লীগের জরুরি ঘোষণা
বাংলাদেশ আওয়ামী লীগ একটি জরুরি ঘোষণা দিয়েছে। রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ৬টার দিকে দলটির ভেরিফায়েড ফেসবুকে এ ঘোষণা দেওয়া হয়।...