ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ভালো করতে না পারার পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে জো বাইডেনের ওপর চাপ বাড়ছে। নতুন করে নিজ দল দল ডেমোক্রেটিক পার্টির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা এ আহ্বান জানিয়েছেন। নিজেদের মধ্যে এক বৈঠকে তারা বিষয়টি তুলে ধরেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিসের সঙ্গে এক বৈঠকে অংশ নেন দলটি থেকে নির্বাচিত বেশ কয়েকজন কংগ্রেস সদস্য। তাদের মধ্যে জেরি নাডলার, মার্ক টাকানো ও অ্যাডাম স্মিথ নির্বাচন থেকে বাইডেনের সরে যাওয়ার পক্ষে মত দেন। জ্যেষ্ঠ নেতা জো মোরেলে ও জিম হিমেসও এতে সায় দিয়েছেন বলে জানা যাচ্ছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রোববার (০৭ জুলাই) ডেমোক্রেটিক দলের নেতাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে জানান এমন ব্যক্তিদের বরাতে বলা হচ্ছে, ওই বৈঠকে উপস্থিত অন্য দলনেতারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের জয়ের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি নেতারা।
আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা নির্বাচনের আগে নির্বাচনী বিতর্কে ট্রাম্পের কাছে নাস্তানাবুদ হন বাইডেন। পরে ৮১ বছর বয়সী বাইডেনের বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন জোরদার হয়। বিতর্ক পরবর্তী জরিপেও জনসমর্থনে এগিয়ে জায় ট্রাম্প। ফলে বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার নিয়ে শুরু হয় আলোচনা। নির্বাচন ঘনিয়ে আসতেই সেই আলোচনা জোরদার হচ্ছে।
গত সপ্তাহে প্রথম ডেমোক্র্যাট নেতা হিসেবে বাইডেনের প্রতি সমর্থন তুলে নেন লয়েড ডগেট। পাশাপাশি তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। প্রায় একই সময়ে বাইডেনের থেকে মুখ ফিরিয়ে নেয় ডেমোক্র্যাটের অন্যতম প্রধান অর্থদাতা ডিজনি পরিবার। পরে এ তালিকায় আরও কয়েকজন নেতা ও অর্থদাতারাও যুক্ত হন।
এদিকে বাইডেন সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন থেকে তিনি সরবেন না। সম্প্রতি এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, একমাত্র ঈশ্বর চাইলেই কেবল নির্বাচন করবেন না তিনি। নিজেকে শারীরিক ও মানসিকভাবে নির্বাচন করার জন্য সক্ষম বলেও দাবি বলেন এই মার্কিন প্রেসিডেন্ট।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
