আমেরিকান এসোসিয়েশান অব বাংলাদেশী ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেক্টস (AABEA) সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের এবারের বার্ষিক ফ্যামিলি নাইটের জমকালো আসর বসে ৪ঠা মে শনিবার ক্যালিফোর্নিয়ার নর্থ হলিউড সায়েন্টোলজি অডিটোরিয়ামে
আমেরিকান এসোসিয়েশান অব বাংলাদেশী ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেক্টস “আবিয়া” (AABEA) সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের জমকালো ফ্যামিলি নাইট অনুষ্ঠিত
আমেরিকার গোল্ডেন স্টেট খ্যাত ক্যালিফোর্নিয়ায়, বাংলাদেশি আমেরিকান ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট অ্যাসোসিয়েশনের (আবিয়া) সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের জমকালো ও অনাড়ম্বর ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হয়েছে।
আমেরিকান এসোসিয়েশান অব বাংলাদেশী ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেক্টস (AABEA) সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের এবারের বার্ষিক ফ্যামিলি নাইটের জমকালো আসর বসে ৪ঠা মে শনিবার ক্যালিফোর্নিয়ার নর্থ হলিউড সায়েন্টোলজি অডিটোরিয়ামে। এই আয়োজন বাংলাদেশি-আমেরিকান প্রফেশনালদের মিলন মেলায় পরিণত হয়।
আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত বাজানোর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় । ইঞ্জিঃ সানি কবির ও ইঞ্জিঃ লামিসা সুলতানার উপস্থাপনায় AABEA সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের বর্তমান প্রেসিডেন্ট ইঞ্জিঃ মোঃ মহিবুর রইস এবং সাধারন সম্পাদক ইঞ্জিঃ কামরুল ইসলাম কমিটির পক্ষে সবাইকে স্বাগতম জানান। তারা তাদের বক্তব্যে বছরব্যাপী আবিয়া সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের সারসংক্ষেপ ও সফলতা তুলে ধরেন।
আমেরিকান এসোসিয়েশান অব বাংলাদেশী ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেক্টস (AABEA) সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট শেখ মঈনুদ্দিন, আসন্ন AABEA Biennial Convention 2024, Los Angeles এর বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন । এর পরেই AABEA এর সাবেক কয়েকজন মেম্বারের মৃত্যুতে ৩০ সেকেন্ড নীরবতা পালন করা হয় । ডিনার বিরতিতে AABEA ফেলো মেম্বারশিপ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ইঞ্জিঃ রুহুল আমিন ভূঁইয়া (শিমুল)।
সানি কবির ও লামিসা সুলতানার মনোমুগ্ধকর উপস্থাপনায় গান, বাদ্যযন্ত্র ও কবিতা আবৃত্তে ফ্যামিলি নাইট প্রোগ্রামটি প্রাণবন্ত হয়ে ওঠে । এতে অংশগ্রহণ করেন উম্মে রুমান রইস, সাদিয়া রহমাতুল্লাহ ইসরাইল, ইঞ্জিঃ শহীদ আলম, রোশনি আলম, আহমাদুল হক তনু, নাসিমা রাহি, আবির খান, মেহরিন চৌধুরী এবং অর্নব খান । গান বাজনা, মজাদার বাঙ্গালীয়ানা সুস্বাদু খাবারে মাতোয়ারা ছিলেন আগত অতিথিগণ। ক্যালিফোর্নিয়ার নর্থ হলিউড সায়েন্টোলজি অডিটোরিয়ামে খোশগল্পে মেতে উঠেন AaBea ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের সকল সদস্যগণ। AABEA সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বর্তমান নেতৃবৃন্দকে বিশেষ ধন্যবাদ জানান AaBea ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের সাবেক সকল নেতৃবৃন্দ।
সবশেষে সংগঠনটির প্রেসিডেন্ট ইঞ্জিঃ মোঃ মহিবুর রইস, সাধারন সম্পাদক ইঞ্জিঃ কামরুল ইসলাম এবং বর্তমান কমিটির অন্যান্য সকল সদস্য ইঞ্জিঃ সাদিক হোসেন (প্রেসিডেন্ট ইলেক্ট), ইঞ্জিঃ লামিসা সুলতানা (ট্রেজারার), ইঞ্জিঃ রুহুল আমিন ভূঁইয়া (শিমুল) (রিপ্রেজেন্টেটিভ, সেন্ট্রাল এস সি চ্যাপ্টার), ইঞ্জিঃ সানি কবির (এক্সিকিউটিভ মেম্বার), ইঞ্জিঃ মোঃ আব্দুল গাফফার (এক্সিকিউটিভ মেম্বার), ইঞ্জি তানভির চৌধুরী (এক্সিকিউটিভ মেম্বার), ইঞ্জিঃ মীর তানভীর (এক্সিকিউটিভ মেম্বার) এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয়।
More Stories
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার...
‘বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক পার্টি অব ক্যালিফোর্নিয়া’র নির্বাচনী ক্যাম্পেইন ২০২৪
শামসুল আরিফীন বাবলু: প্রবাস ডেস্ক, লসএঞ্জেলেস, যুক্তরাস্ট্র। যুক্তরাস্ট্রে প্রতি চার বছর পর পর প্রেসিডেন্ট নির্বাচন বা সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়।...
বর্ষীয়ান রাজনীতিবিদ ‘মতিয়া চৌধুরী’র মৃত্যুতে ক্যালিফোর্নিয়া স্টেট আ. লীগ’র শোক প্রকাশ
শামসুল আরীফিন বাবলু। প্রবাস বাংলা ডেস্ক, লস এঞ্জেলেস, যুক্তরাস্ট্র। বর্ষীয়ান ও প্রবীন রাজনতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী...
মাঙ্কিপক্সে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে প্রবাসী কামাল হোসেন (৩৮) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তার নিজ বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে...
মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় একদিনে ৬০২ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এরমধ্যে ২১৪ জন বাংলাদেশি। বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান,...
শেষ হলো মিশিগানে ৩৮তম উত্তর আমেরিকার ফোবানা
উত্তর আমেরিকার বৃহত্তম বাংলাদেশী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফোবানার ৩৮তম সম্মেলন ৩০ আগষ্ট শুক্রবার থেকে শুরু হয় মিশিগানের ডেট্রয়েটে। সাংস্কৃতিক...