Read Time:1 Minute, 46 Second

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের মাস্কাটের উদ্দেশে যাত্রা করা ফ্লাইটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক প্রবাসী যাত্রী। এ সময় ওই ফ্লাইটে কোনো চিকিৎসক যাত্রী না থাকায় কেবিনক্রুরাই দক্ষতার সঙ্গে সেবা দেন। এতে সুস্থ হয়ে ওঠেন ওই যাত্রী। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৭২১ ফ্লাইট ভারতের আকাশসীমায় পৌঁছলে এই ঘটনা ঘটে। অসুস্থ ওই যাত্রীর নাম জানা যায়নি।

এ বিষয়ে বৃহস্পতিবার বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার জানান, প্রবাসী এক যাত্রী হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় পাইলট ঘোষণা দেন ফ্লাইটে যাত্রীদের মধ্যে কেউ চিকিৎসক আছেন কিনা। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় ফ্লাইটের দায়িত্বরত অভিজ্ঞ কেবিনক্রুরা দক্ষতার সঙ্গে ওই যাত্রীকে সেবা দিয়ে সুস্থ করে তোলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার ব্যবস্থাপক মো. আল মাসুদ খান বলেন, মাস্কাটে অবতরণের পরে বিমানবন্দরের চিকিৎসক দল ওই যাত্রীকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দিতে নিয়ে যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post মসজিদে ইফতার নিষিদ্ধ করল সৌদি আরব
Next post বাইডেনকে বিতর্কের চ্যালেঞ্জ ট্রাম্পের
Close