গ্রামীণ টেলিকমের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত। জামিনের পর আদালত চত্বরে তিনি সাংবাদিকদের বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে। এ ঘটনা শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা দুনিয়ার মানুষ খেয়াল করছে। এই বিচারে কী হয়? আমরা যা যা করছি, তারা সবিস্তারে তা দেখছেন।
রোববার দুপুরে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। আদালতে ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। দুদকের পক্ষে জামিনের বিরোধিতা করেন স্পেশাল পিপি মোশাররফ হোসেন কাজল। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেন তাঁর জামিন মঞ্জুর করেন।
সাংবাদিকদের ড. ইউনূস বলেন, দুর্নীতি দমন কমিশন, বটতলা একটা ঐতিহাসিক ঘটনা। এ ঘটনা গণমাধ্যমে আসবে। আপনারা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন। কিন্তু এ ঘটনা ভবিষ্যতে যুগ যুগ ধরেই নানা বইতে প্রকাশিত হবে। জাতির ইতিহাসের একটা অংশ হয়ে যাবে। এটার জন্য কি আমরা গর্ববোধ করব, নাকি অপরাধবোধ করব? এ রকম একটা সন্তানকে এমন অপরাধে অপরাধী কেন করলাম? এগুলোর জবাব থেকে মুক্তি নাই।
এটি ঐতিহাসিক ঘটনা কেন, তারও ব্যাখ্যা দেন ড. ইউনূস। বলেন, একজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। আমি শুধু একা নই; আমার সঙ্গে আরও সাতজনের বিরুদ্ধে একই অভিযোগ, যারা সারাজীবন কঠোর পরিশ্রম করেছে গরিব মানুষের জন্য। তারা কোনো চাকরি করতে এখানে আসেননি। তারাও অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের জন্য অভিযুক্ত।
ড. ইউনূস বলেন, আইন মানুষের শুভকামনা করে রচনা করা হয়। আইন মানুষের মনে স্বস্তি আনে, শান্তি আনে। আবার আইন মানুষের মধ্যে আশঙ্কা আনে। শঙ্কা জাগায়… ভয়ংকর শঙ্কা জাগায়।
সাংবাদিকদের তিনি বলেন, আপনারাও ঠিক করেন, দুর্নীতি দমন কমিশন আজ যে বিচারে বসল, সেটি সঠিক কারণে হয়েছে কিনা, সঠিকভাবে হয়েছে কিনা। আমার মুখের দিকে তাকানোর কোনো দরকার নেই। আপনারা যা নিজে মনে করবেন, তা-ই পরের প্রজন্মকে জানাবেন। আগের প্রজন্মকে জানাবেন। যারা এখানে উপস্থিত হয়নি, তাদের জানাবেন।
তিনি বলেন, আমাদের ছেলেমেয়েরা এগুলো স্কুলে পড়বে। তারা তো নোবেল পুরস্কারের কথা ভুলতে পারবে না। তখন তারা পড়বে তাঁর নামে অর্থ আত্মসাতের অভিযোগ দেয়, মানি লন্ডারিংয়ের অভিযোগ দেয়, জালিয়াতিতে দেয়; তখন তারা কনফিউশনে পড়ে যাবে। আসলটা কী! এটা কি মুখোশ, নাকি আসল মানুষ। তারা একাই নাকি তাদের সাঙ্গোপাঙ্গ আছে।
এ মামলায় গত ১ ফেব্রুয়ারি ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় দুদক ১৩ জনকে আসামি করলেও পরে অভিযোগপত্রে জাতীয় শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক কামরুল হাসানের নাম যুক্ত করা হয়। আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামিরা ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও অবৈধভাবে রূপান্তর করায় মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। গত বছরের ৩০ মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেন।
জামিনের মেয়াদ বাড়ল:
শ্রম আইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল আদালত থেকে ড. ইউনূসসহ চারজনের জামিনের মেয়াদ বেড়েছে। এক আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ আউয়াল এ আদেশ দেন। তবে কত দিন পর্যন্ত এ মেয়াদ বাড়বে, আদালত সে বিষয়ে পরে লিখিত সিদ্ধান্ত দেবেন। ইউনূসের পক্ষে করা আপিলের পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করেন আদালত।
অন্য তিন আসামি হলেন গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান। গত ১ জানুয়ারি ঢাকার ৩ নম্বর শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা তাদের দণ্ডাদেশ দেন।
More Stories
দায়িত্ব নেওয়ার সময় নির্বাচন দেওয়ার কোনো শর্ত ছিল না : সাখাওয়াত হোসেন
দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কি না, তা নির্বাচন কমিশনই বলতে পারবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার...
জামায়াত ধর্মকে ব্যবহার করে বিভাজন ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে : এনসিপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক...
আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে কাতারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় হযরত...
‘আমি ভালো আর সব খারাপ’— আওয়ামী আমলের এই প্রচার এখনো চলছে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি ভালো আর সব খারাপ। এ রকম একটি বিষয় আমরা দেখেছি ১৬ বছর ধরে।...
খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সকল অনুরোধ পূরণ করছে সরকার: প্রেস সচিব
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তার পরিবারের সকল অনুরোধ অন্তর্বর্তী সরকার পূরণ করছে বলে জানিয়েছেন...
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন শুরু রোববার
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হচ্ছে রোবিবার (৭ ডিসেম্বর)।...
