দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের একেক পর এক গুলিতে বায়েজিদ হোসেন সুকতা নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর রাত ৩টায় সেখানকার কেপটাউনের কিং ভ্যালি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সুকতা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকার কিং শ্রীপুর গ্রামের মৃত আব্দুল মমিন ড্রাইভারের ছেলে। বিষয়টি জানাজানি হলে নিহতের পরিবার ও স্বজনদের শোকে মুহ্যমান হয়ে পড়েন।
জানা গেছে, বুধবার বিকালে নিহতের ভাই জাভেদ হোসেন ও বোন সুমি আক্তার সুখি সাংবাদিকদের জানান, গত প্রায় ৯ বছর আগে তাদের ভাই বায়েজিদ হোসেন সুকতা (৩৬) দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে তিনি একটি সুপার শপের ব্যবসা শুরু করেন। গত রোববার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত অনুমান ৯টার দিকে সুপার শপের ক্যাশে বসা ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তার উপর একের পর এক ৫ রাউণ্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় কিং ভ্যালি হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনদিন চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়। তারা নিহতের লাশ দেশে আনার বিষয়ে সরকারের সহায়তার দাবি জানান।
এদিকে গুলিবিদ্ধ হয়ে সুকতার নিহতের খবরে তার পরিবার ও স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে।
More Stories
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, আটক ১৫ বাংলাদেশি
ক্রিকেটার সেজে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) তাদের আটক...
কানাডায় পালিয়ে গিয়ে কূটনীতিকের বিস্ফোরক মন্তব্য, যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করেছেন। কানাডায় পালিয়ে গিয়ে বাংলাদেশি রাষ্ট্রদূত হারুন-আল...
ফের লেবাননে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা
বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর ফলে, এখন থেকে ফের...
লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন দুবাই প্রবাসী জাহাঙ্গীর
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এবার বাংলাদেশি জাহাঙ্গীর আলম (৪৪) জিতলেন আবুধাবি বিগ টিকেটের ২০ মিলিয়ন দিরহাম নিয়েছেন। বাংলাদেশি মুদ্রায়...