Read Time:2 Minute, 50 Second

ড. ইউনূসকে নিয়ে প্রধানমন্ত্রীকে ১২ মার্কিন সিনেটরের দেয়া চিঠি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আদালতের ওপর হস্তক্ষেপ করতে পারে না সরকার। উগান্ডা সফর থেকে ফিরে মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের সরকার এখন শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছেন। এসব বিএনপির সহ্য হচ্ছে না দেখেই উল্টাপাল্টা মন্তব্য করছে দলটি।
শ্রম আইন লঙ্ঘনের মামলায় আইন ও বিচারব্যবস্থার অপব্যবহার করে হয়রানি করা হচ্ছে ড. ইউনূসকে- এমন দাবি করে হয়রানি না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন ১২ সিনেটর।

এনিয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নির্ধারিত সংবাদ সম্মেলনে মন্ত্রীকে প্রশ্নে করেন সাংবাদিকরা। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কোনো মন্তব্য নেই জানিয়ে ড. হাছান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বলেন, আদালতের ওপর হস্তক্ষেপ করতে পারে না সরকার।

তবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বলেন, উগান্ডার কামপালায় ন্যাম এবং সাউথ সাউথ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা দেশের নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন। এ দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।

জাতিসংঘ মহাসচিব মিয়ানমারের স্পেশাল ইনভয় নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার আশ্বাস দিয়েছেন জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে আগ্রহ দেখিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, মঙ্গলবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি আবদৌলায়ে সেক। রোহিঙ্গা এবং আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেয়ার আগ্রহ জানায় আন্তর্জাতিক অভিভাবক সংস্থাটি। এ প্রসঙ্গও উঠে আসে সংবাদ সম্মেলনে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী মাসের ৭ তারিখে প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে যাবেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post টেকসই উন্নয়নে নি‌শ্চি‌তে ফ্রান্সের সহ‌যো‌গিতা চান প্রধানমন্ত্রী
Next post নিয়ম না মানলে দেওয়া হতে পারে নিষেধাজ্ঞা ও জরিমানা: ইইউ
Close