Read Time:2 Minute, 56 Second

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের দুটি গবেষণা প্রতিষ্ঠানের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। এর মধ্যে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) তিনজন এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দুজন সদস্য রয়েছে।

আগামী ৭ জানুয়ারির নির্বাচন পর্যবেক্ষণের জন্য এই দুটি গবেষণা প্রতিষ্ঠানের ১২ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় আসার কথা। তাদের মধ্যে অন্যতম এ পাঁচজন বিশ্লেষক। গতকাল শনিবার আইআরআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঁচ সদস্যের প্রতিনিধিদলটি বাংলাদেশে ছয় থেকে আট সপ্তাহ অবস্থান করবে।

আইআরআই ও এনডিআই জানিয়েছে, তাদের প্রতিনিধিদল ৭ জানুয়ারির নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী সহিংস পরিস্থিতির ওপর নজর রাখবে এবং তা মূল্যায়ন করবে। তারা দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সহিংসতা, আন্তদলীয় সহিংসতা, নারী ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীকে লক্ষ্য করে সহিংসতা, অনলাইনে হয়রানি ও হুমকি মোকাবিলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা বিশ্লেষণ করবে।

এছাড়া নির্বাচনী প্রক্রিয়া শেষে পরবর্তী নির্বাচনে সহিংসতা কমাতে গঠনমূলক সুপারিশসহ নির্বাচনী সহিংসতার ওপর একটি মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করবে তারা। বাংলাদেশে আসা পাঁচ সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশন (ইসি) থেকে অনুমোদন পেয়েছে।

এর আগে প্রাক-নির্বাচন পরিস্থিতি মূল্যায়নে গত ৮ থেকে ১১ অক্টোবর বাংলাদেশ সফর করে এনডিআই ও আইআরআইয়ের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল। ওই মিশনের সুপারিশ এবং ২০০৫ সালে জাতিসংঘে অনুমোদিত ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে দুই গবেষণা প্রতিষ্ঠানের যৌথ প্রতিনিধিদল।

এনডিআই ও আইআরআই বিশ্বব্যাপী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং গণতন্ত্রের অনুশীলন সমর্থন করে। প্রতিষ্ঠান দুটি সম্মিলিতভাবে গত ৩০ বছরে ৫০টিরও বেশি দেশে ২০০টির বেশি নির্বাচন পর্যবেক্ষণ করেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post শ্রম আইন লঙ্ঘন : ড. ইউনূসের রায় ১ জানুয়ারি
Next post মঞ্চে নৌকার প্রার্থী এমপি মোরশেদকে জুতা দিয়ে আঘাত, ভিডিও ভাইরাল
Close