বিরোধী দলীয় চিফ হুইপ, জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গা বলেছেন, আমার জীবনের অর্ধেক সময় জাতীয় পার্টিকে সমুন্নত রাখতে কাজ করেছি। অথচ জাতীয় পার্টির দায়িত্বে যারা রয়েছেন তারা আমার প্রতি এ নির্বাচনে অবিচার করেছেন। আমি মনে করি, গঙ্গাচড়ার মানুষ ভোট দিয়ে জাপার অবিচারের জবাব দেবে।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে রংপুর ঐতিহ্যবাহী কারামতিয়া জামে মসজিদে মাওলানা কারামত আলী জৌনপুরীর মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
রাঙ্গা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এ নির্বাচনে লাঙ্গল প্রতীক আমার ভোটে প্রভাব পড়বে না। কারণ লাঙ্গলকে গঙ্গাচড়ায় আমি পরিচিত করেছি। আমি ২০০১ সাল থেকে এ আসনে সংসদ সদস্য রয়েছি। আমি দীর্ঘদিন জেলা জাপার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলাম। এখন পর্যন্ত ভোটের মাঠ সুষ্ঠু আছে। যাই ঘটুক না কেন গঙ্গাচড়ায় সুষ্ঠু নির্বাচন হবে। ওখানকার মানুষের জন্য অনেক উন্নয়ন করেছি। এ নির্বাচনে তারা সুযোগ পেয়েছে আমার জন্য কিছু করার। আমি আশাবাদী, গঙ্গাচড়ায় গণতন্ত্রের বিজয় হবে।
তিনি বলেন, জীবনে প্রথম স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রচারণা শুরু করলাম। এর আগে ৩ বার লাঙ্গল প্রতীক নিয়ে জয়ী হয়েছিলাম। আমি কিছুদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীরও একটি জীবন আছে। উনার সঙ্গে আমি কথা বলেছি। উনি আমাদের সঙ্গে ছবি তুলেছেন। এতে অনেকের গাত্রদাহ হতে পারে। তবে গঙ্গাচড়ায় সে রকম কিছু ঘটবে না। এলাকার মানুষ ভোট দিলেই আমি জয়ী হব। গঙ্গাচড়ার অধিকাংশ উন্নয়ন প্রধানমন্ত্রীর আর্শীবাদে আমি করতে পেরেছি। এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ।
More Stories
সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নিরাপদে থাকে: সালাহউদ্দিন
ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখা হচ্ছে না বরে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।...
‘চারদিকে ছড়িয়ে থাকা লাখ লাখ হাদির মতো আমিও ভয় পাই না’
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা ও পরবর্তী বাংলাদেশ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...
দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত হচ্ছে বাড়ি-কার্যালয়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এ উপলক্ষে তার বাসভবন ও কার্যালয়ের সংস্কার কাজ প্রায় সম্পন্ন...
হাদির পরিবারকে সান্ত্বনা প্রধান উপদেষ্টার, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর...
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার খুদে বার্তায় এ কথা জানায়। আইএসপিআর...
‘হাদির অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট...
